ঢাকা, বুধবার   ২৭ নভেম্বর ২০২৪

ইসরাইলের বিরুদ্ধে জাতিসংঘে সিরিয়ার অভিযোগ

প্রকাশিত : ১০:৪১, ২২ জানুয়ারি ২০১৯

সোমবার ইসরাইলি ক্ষেপণাস্ত্র ভূপাতিত করে সিরিয়া

সোমবার ইসরাইলি ক্ষেপণাস্ত্র ভূপাতিত করে সিরিয়া

সিরিয়ায় ইসরাইলের আগ্রাসনের বিরুদ্ধে জাতিসংঘের কাছে অভিযোগ জানিয়েছে দামেস্ক। জাতিসংঘকে লেখা এক চিঠিতে সিরিয়া সরকার দেশটিতে ধারাবাহিক ইসরাইলি হামলা বন্ধ করতে কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছে।

সিরিয়ার সামরিক বাহিনী ইসরাইল থেকে ছোঁড়া ৩০টির বেশি ক্রুজ ক্ষেপণাস্ত্র ও গাইডেড বোমা ভূপাতিত করার পর জাতিসংঘে এই অভিযোগ জানাল সিরিয়া। সোমবার ভোররাতে ইহুদিবাদী ইসরাইল ওই হামলা চালায় যাতে সিরিয়ার চার সেনা নিহত ও ছয়জন আহত হন।

জাতিসংঘকে লেখা অভিযোগপত্রে সিরিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় বলেছে, দেশটিতে পরাজিত সন্ত্রাসীদের মধ্যে এখনো যারা কোনোমতে টিকে আছে তাদের মনোবল চাঙ্গা করতে এই আগ্রাসন চালাচ্ছে তেল আবিব। চিঠিতে সিরিয়ায় তৎপর জঙ্গিদেরকে ইসরাইলের আজ্ঞাবহ হিসেবে উল্লেখ করা হয়।

সিরিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ের চিঠিতে ইহুদিবাদী ইসরাইলের মানবতাবিরোধী অপরাধের প্রতি অন্ধ সমর্থনের জন্য আমেরিকাকে দায়ী করে বলা হয়, মার্কিন সমর্থন ছাড়া তেল আবিবের পক্ষে এমন ধৃষ্টতা দেখানো সম্ভব হতো না।

আমেরিকাসহ জাতিসংঘ নিরাপত্তা পরিষদের অন্যান্য সদস্য দেশ মানবতাবিরোধী অপরাধ চালানোর ক্ষেত্রে ইসরাইলকে সবুজ সংকেত দিয়ে রেখেছে বলেও চিঠিতে উল্লেখ করা হয়।

জাতিসংঘ মহাসচিব অ্যান্তোনিো গুতেরেস ও নিরাপত্তা পরিষদের চেয়ারম্যানের কাছে এই চিঠির আলাদা দু’টি কপি পাঠানো হয়েছে বলে সিরিয়ার সরকারি বার্তা সংস্থা সানা জানিয়েছে।

তথ্যসূত্র: পার্সটুডে

এমএইচ/


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি