জার্মানিতে ‘মাহান এয়ার’-এর লাইসেন্স বাতিলে তেহরানের প্রতিক্রিয়া
প্রকাশিত : ০৯:৩৩, ২৩ জানুয়ারি ২০১৯
জার্মান সরকার ইরানের বেসরকারি বিমান পরিবহন সংস্থা- মাহান এয়ারের লাইসেন্স বাতিল করার যে সিদ্ধান্ত নিয়েছে। এ সিদ্ধান্তকে ‘হঠকারী ও অন্যায়’ বলে অভিহিত করেছে তেহরান।
ইরান বলেছে, দুই দেশের মধ্যে সুদীর্ঘকাল ধরে যে গভীর সম্পর্ক বিদ্যমান রয়েছে এই সিদ্ধান্ত সেই চেতনার পরিপন্থি।
ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র বাহরাম কাসেমি এ সম্পর্কে মঙ্গলবার তেহরানে সাংবাদিকদের বলেন, মিথ্যা ও মনগড়া অভিযোগের ভিত্তিতে যে একতরফা সিদ্ধান্ত জার্মান সরকার নিয়েছে তা নিঃসন্দেহে কোনো যুক্তির বিচারেই ধোপে টেকে না।
তিনি আরো বলেন, জার্মানির সঙ্গে ইরানের ঘনিষ্ঠ সম্পর্ক যাদের পছন্দ নয় তাদের পক্ষ থেকে ভুল তথ্য তুলে ধরে উসকানি সৃষ্টি করার পর বার্লিন এ পদক্ষেপ নিয়েছে বলে ধারনা করা যায়।
ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র বলেন, জার্মানিতে বহু বছর ধরে মাহান এয়ারের ফ্লাইট পরিচালনার রেকর্ড পর্যালোচনা করলে দেখা যাবে এই এয়ারলাইন্স কখনো কোনো নেতিবাচক কর্মকাণ্ডে জড়িত ছিল না।
জার্মান সরকার এই অন্যায় পদক্ষেপ পুনর্মূল্যায়ন করে অবিলম্বে মাহান এয়ারকে লাইসেন্স ফিরিয়ে দেবে বলে বাহরাম কাসেমি আশা প্রকাশ করেন।
তথ্যসূত্র: পার্সটুডে
এমএইচ/
আরও পড়ুন