ঢাকা, সোমবার   ২১ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

ফ্লোরিডায় ব্যাংকের মধ্যে বন্দুকধারীর হামলায় নিহত ৫

প্রকাশিত : ০৯:৩৮, ২৪ জানুয়ারি ২০১৯ | আপডেট: ০৯:৫৯, ২৪ জানুয়ারি ২০১৯

Ekushey Television Ltd.

যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা অঙ্গরাজ্যের একটি ব্যাংকে গোলাগুলির ঘটনায় পাঁচজন নিহত হয়েছে। পুলিশ জানিয়েছে, এক বন্দুকধারী এই হামলা চালিয়েছেন। ওই বন্দুকধারীর নাম জেফেন সাভের। বয়স ২১ বছর।

পুলিশের পক্ষ থেকে আরও জানানো হয়েছে, সেবরিং শহরে অবস্থিত সান ট্রাস্ট ব্যাংকের ভেতর থেকে এক ব্যক্তি পুলিশের কাছে ফোন করার পরই কর্মকর্তারা সেখানে ছুটে যান।

ওই ব্যক্তি নিজেই ফোন করে জানিয়েছেন যে, তিনি পাঁচজনকে গুলি করেছেন। পুলিশের দেয়া তথ্য অনুযায়ী, ওই বন্দুকধারী ব্যাংকের ভেতরে লোকজনকে মেঝেতে শুয়ে পড়তে বাধ্য করেন এবং গুলি করতে শুরু করেন।

পুলিশ কর্মকর্তারা ব্যাংকে প্রবেশের পরপরই তিনি আত্মসমর্পন করেন। তবে কি কারণে তিনি এমন ঘটনা ঘটালেন এখনও পরিস্কার নয়।
সূত্র :
এসএ/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি