ঢাকা, বুধবার   ২৭ নভেম্বর ২০২৪

ভারতরত্ন পুরস্কারে ভূষিত হলেন প্রণব মুখার্জি

প্রকাশিত : ০৯:১৩, ২৬ জানুয়ারি ২০১৯

ভারতের ত্রয়োদশ রাষ্ট্রপতি (সাবেক) প্রণব মুখার্জি দেশটির বেসামরিক সর্বোচ্চ সম্মাননা ভারতরত্ন পুরস্কারে ভূষিত হয়েছেন।

গতকাল শুক্রবার দেশটির রাষ্ট্রপতি ভবন প্রণব মুখার্জিসহ এ পুরস্কারে তিনজনের নাম ঘোষণা করে। বাকি দুইজন হলেন- ভারতীয় জনসংঘের নেতা সমাজকর্মী মৃত নানাজী দেশমুখ ও বিখ্যাত গায়ক ভূপেন হাজারিকা।

রাষ্ট্রপতি ভবনের বিবৃতিতে বলা হয়েছে, পৃথক পৃথক ক্ষেত্রে অবদানের জন্য এবার এই তিনজন পেলেন ভারতের এই বেসামরিক সম্মাননা।

এদিকে, বিশিষ্ট ব্যক্তিত্বের এ অবদানের প্রশংসা করার জন্য দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী পরপর তিনটি টুইট পোস্ট করেছেন। অভিনন্দন জানিয়েছেন প্রণব মুখার্জিসহ তিনজনকে।

টুইটে মোদী বলেছেন, ‘প্রণব দা আমাদের সময়ের একজন অসামান্য রাষ্ট্রনায়ক।’

উল্লেখ্য, ১৯৫৪ সালের ২ জানুয়ারি ভারতরত্ন পুরস্কার চালু হয়। মানবিক কৃতিত্বের যেকোনো ক্ষেত্রে সর্বোচ্চ এ পুরস্কার দেওয়া হয়ে থাকে। ভারতরত্ন দেওয়ার জন্য দেশের প্রধানমন্ত্রী রাষ্ট্রপতির কাছে সুপারিশ করেন। তারপর সেটা পাস হয়। বছরে সর্বোচ্চ তিনজনকে পুরস্কারটি দেয় ভারত সরকার।

 প্রণব মুখার্জি। 
এসএ/

 


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি