ঢাকা, সোমবার   ২১ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

‘ভেনিজুয়েলায় গৃহযুদ্ধ বাধানোর চেষ্টা করছেন ট্রাম্প’

প্রকাশিত : ০৯:৩৫, ২৬ জানুয়ারি ২০১৯

Ekushey Television Ltd.

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ভেনিজুয়েলায় গৃহযুদ্ধ ছড়িয়ে দেওয়ার চেষ্টা করছেন বলে মন্তব্য করেছেন ইসলামি প্রজাতন্ত্র ইরানের সংসদ স্পিকারের বিশেষ সহকারি হোসেইন আমির আব্দুল্লাহিয়ান। ভেনিজুয়েলার অভ্যন্তরীণ বিষয়ে প্রকাশ্য হস্তক্ষেপের নিন্দা জানিয়ে শুক্রবার তিনি এ কথা বলেন।

আব্দুল্লাহিয়ান বলেছেন, ভেনিজুয়েলার বর্তমান পরিস্থিতিকে অপব্যবহার করছেন ট্রাম্প। তিনি শান্তির পরিবর্তে অশান্তি চান। এ কারণেই তিনি গণতন্ত্রের প্রতি সম্মান দেখাচ্ছেন না এবং জাতীয় সংলাপের প্রতি সমর্থন না দিয়ে সহিংসতা উসকে দিচ্ছেন।

আমেরিকার নীতি যে দ্বিমুখী তা ভেনিজুয়েলার চলমান পরিস্থিতি থেকে আবারও সবার কাছে প্রমাণিত হয়েছে বলে তিনি মন্তব্য করেন।

দক্ষিণ আমেরিকার দেশ ভেনিজুয়েলার বিরোধীদলীয় নেতা জুয়ান গুইদো নিজেকে প্রেসিডেন্ট হিসেবে ঘোষণা করার কয়েক মিনিটের মধ্যেই তাকে স্বীকৃতি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডেনাল্ড ট্রাম্প।

স্বঘোষিত প্রেসিডেন্টের প্রতি সমর্থন দেওয়ায় আমেরিকার সঙ্গে সব ধরনের কূটনৈতিক সম্পর্ক ছিন্নের ঘোষণা দিয়েছেন ভেনিজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো। একইসঙ্গে দেশটিতে অবস্থানরত মার্কিন কূটনীতিকদের ৭২ ঘণ্টার মধ্যে ভেনিজুয়েলা ছাড়ার নির্দেশ দিয়েছেন।

সূত্র: পার্স টুডে

একে//


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি