ঢাকা, সোমবার   ২১ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

চীনে নিযুক্ত রাষ্ট্রদূতকে সরিয়ে দিলেন ট্রুডো

প্রকাশিত : ১০:৩৭, ২৭ জানুয়ারি ২০১৯

২০১৭ সালে চীনে কানাডার রাষ্ট্রদূত হিসেবে নিয়োগ পান ম্যাককালাম।

২০১৭ সালে চীনে কানাডার রাষ্ট্রদূত হিসেবে নিয়োগ পান ম্যাককালাম।

Ekushey Television Ltd.

চীনে নিযুক্ত কানাডার রাষ্ট্রদূত জন ম্যাককালামকে বরখাস্ত করেছে কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো। চীনা টেলিকম জায়ান্ট হুয়াওয়ের সিনিয়র নির্বাহী মেং ওয়াংঝু’কে আমেরিকার কাছে হস্তান্তর প্রসঙ্গে ম্যাককালাম বিতর্কিত মন্তব্য করার পর তাকে সরিয়ে দেওয়া হলো।

ট্রুডো এক বিবৃতিতে জানান, তিনি জন ম্যাককালামকে পদত্যাগ করার নির্দেশ দিয়েছেন। তবে এর কারণ ব্যাখ্যা করেননি কানাডার প্রধানমন্ত্রী।

গত বছরের ডিসেম্বর মাসের গোড়ার দিকে আমেরিকার আহ্বানে সাড়া দিয়ে কানাডার পুলিশ মেং ওয়াংঝুকে আটক করার পর চীনের সঙ্গে কানাডা ও আমেরিকার সম্পর্কে উত্তেজনা দেখা দেয়।

ইরানের বিরুদ্ধে আরোপিত মার্কিন নিষেধাজ্ঞা লঙ্ঘনের দায়ে ওয়াংঝুকে আমেরিকার হাতে তুলে দেওয়ার প্রস্তাব বিবেচনায় রেখেছে কানাডা। হুয়াওয়ে এবং ওয়াংঝু নিষেধাজ্ঞা লঙ্ঘনের মার্কিন অভিযোগ প্রত্যাখ্যান করেছেন।

কানাডার প্রধানমন্ত্রী ট্রুডো এক বিবৃতিতে বলেছেন, তিনি ম্যাককালামকে পদত্যাগের নির্দেশ দিয়েছেন এবং এরপর তার পদত্যাগপত্র গ্রহণ করেছেন।

গত মঙ্গলবার প্রথম ম্যাককালামের যে বক্তব্যটি বিতর্কের সৃষ্টি করে তা হলো, তিনি ওয়াংঝুকে গ্রেফতার ও তাকে আমেরিকার কাছে হস্তান্তরের বিষয়টিকে আইনের দৃষ্টিতে অত্যন্ত নড়বড়ে বলে মন্তব্য করেন।

পরের দিন তিনি তার ওই বক্তব্যকে ভুল হিসেবে আখ্যায়িত করে এর ফলে ‘দ্বিধাদ্বন্দ্ব’ তৈরি হওয়ায় দুঃখ প্রকাশ করেন।

কিন্তু শুক্রবার তিনি আবার একই প্রসঙ্গের অবতারণা করে বলেন, আমেরিকা যদি ওয়াংঝুকে হস্তান্তরের অনুরোধ প্রত্যাহার করে তাহলে তা হবে কানাডার জন্য বড় পাওয়া।

তথ্যসূত্র: পার্সটুডে

এমএইচ/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি