নর্দমা থেকে পাওয়া গেল তিন হাজার বছরের সোনার ব্রেসলেট
প্রকাশিত : ১৩:১৫, ৩ ফেব্রুয়ারি ২০১৯ | আপডেট: ১৫:০৮, ৩ ফেব্রুয়ারি ২০১৯
এক কৃষক তার জমিতে মাটি খুঁড়ছিলেন, পাশেই ছিল একটি নর্দমা। আচমকাই একটা ধাতব শব্দ পেলেন তিনি। উইথড্র নামে এক সাফাইকর্মী ধাতব এই শব্দ শুনে আরও গভীরে কোদাল চালাতে শুরু করেন।
তখনই পেলেন ধাতব চারটি ব্রেসলেট। তিনিই এটি পেয়েছিলেন প্রথমে। তারপর তিনি সেটি বাড়িতে এনে পরিষ্কার করেন।
গয়নার ব্যবসায়ী এক বন্ধুকে দেখাতে সেই মহিলা জানান, এটি অনেক পুরনো। এটি সোনার তৈরি। এর পর পুলিশে খবর দেন তারা।
প্রায় ২ ফুট গভীর গর্ত খোঁড়া হয়েছিল নিকাশি ব্যবস্থা ঠিক করার জন্য। একটি পাথরের নীচে ছিল এটি। চারটি ব্রেসলেটের ওজন প্রায় ৪৮ গ্রাম।
আয়ারল্যান্ডের ডোনেগাল-ডেরি সীমান্তের কাছে সোনার ব্রেসলেটটি মেলে। ইতিহাসবিদ ও প্রত্নতত্ত্ববিদরা ইতিমধ্যেই নড়েচড়ে বসেছেন এই বালাটি নিয়ে।
তথ্যসূত্র: আনন্দবাজার
এমএইচ/
আরও পড়ুন