ঢাকা, শনিবার   ০২ নভেম্বর ২০২৪

মেক্সিকো সীমান্তে ৪ হাজার সেনা মোতায়েন করল যুক্তরাষ্ট্র

প্রকাশিত : ১১:১২, ৪ ফেব্রুয়ারি ২০১৯

অনুপ্রবেশ রোধে মেক্সিকো সীমান্তে নতুন করে চার হাজার সেনা মোতায়েন করছে যুক্তরাষ্ট্র। মোতায়েনকৃতদের ভ্রাম্যমান নজরদারী পরিচালনার ক্ষমতা দেওয়া হবে।  

মার্কিন প্রতিরক্ষা দফতরের এক বিবৃতিতে বলা হয়েছে, অভিবাসীদের প্রবেশ রোধ ও নজরদারি বাড়াতে মেক্সিকো সীমান্তে নতুন করে এই সেনাদের মোতায়েন করা হবে।

জানা গেছে, আগামী নব্বই দিনের মধ্যে তাদের মোতায়েন করা হবে।ভ্রাম্যমান নজরদারী পরিচালনা করার বিশেষ ক্ষমতা পাবেন তারা।

এর আগে, যুক্তরাষ্ট্রমুখী অভিবাসীদের ঢল রুখতে যুক্তরাষ্ট্রের দক্ষিণাঞ্চলীয় এলাকার সঙ্গে মেক্সিকো সীমান্তে সেনা মোতায়েন করে পেন্টাগন।

তথ্যসূত্র: আল জাজিরা

এমএইচ/


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি