ঢাকা, সোমবার   ২১ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

পরমাণু চুক্তির প্রতি অনুগত থাকা উচিত: ফরাসি রাষ্ট্রদূত

প্রকাশিত : ০৮:২৪, ৮ ফেব্রুয়ারি ২০১৯

আমেরিকায় নিযুক্ত ফ্রান্সের রাষ্ট্রদূত জেরার্ড অরাড

আমেরিকায় নিযুক্ত ফ্রান্সের রাষ্ট্রদূত জেরার্ড অরাড

Ekushey Television Ltd.

ইরান ও ছয় জাতিগোষ্ঠীর মধ্যে সই হওয়া পরমাণু সমঝোতার প্রতি ইউরোপীয় ইউনিয়নের অনুগত থাকার সিদ্ধান্তের পক্ষে কথা বলেছেন আমেরিকায় নিযুক্ত ফ্রান্সের রাষ্ট্রদূত জেরার্ড অরাড। বুধবার তার টুইটার পেইজে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, আমেরিকার চাপ ও হুমকি সত্ত্বেও সব দেশেরই এ সমঝোতার প্রতি শক্তভাবে অনুগত থাকা উচিত।

এর আগে মার্কিন দৈনিক ওয়াল স্ট্রিট জার্নালের এডিটোরিয়াল বোর্ড মতামত দিয়েছে যে, ইরানের বিরুদ্ধে নতুন ও কঠোর নিষেধাজ্ঞার পক্ষে ইউরোপের অবস্থান নেওয়া উচিত। জেরার্ড অরাড তার টুইটের মাধ্যমে মূলত এ বক্তব্যের জবাব দিয়েছেন।

ওয়াল স্ট্রিট জার্নালে বলা হয়েছে, ইরানের সঙ্গে ইউরোপের বাণিজ্য ফ্লপ করেছে এবং পরমাণু সমঝোতায় সই করা ইউরোপের দেশগুলো দুর্বল পরমাণু চুক্তি অনুসরণ করছে।

তেহরান পরমাণু বোমা বানাতে পারে সে ভয়ও করছে না এসব দেশ। ওয়াল স্ট্রিট বলছে, ইউরোপের দেশগুলো মার্কিন অর্থনীতির প্রভাব উপেক্ষা করেই তাদের স্বাধীনতা প্রদর্শন করতে চাইছে।

এসব বক্তব্য নাকচ করে জেরার্ড বলেন, পাঁচটি কারণে ইউরোপ এ চুক্তি অনুসরণ করছে সেগুলোর অন্যতম হলো- এটা একটা ভালো চুক্তি, ইরান এটা বাস্তবায়ন করছে এবং জাতিসংঘ নিরাপত্তা পরিষদে এ চুক্তি অনুমোদন করেছে।

তথ্যসূত্র: পার্সটুডে

এমএইচ/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি