ঢাকা, সোমবার   ২১ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

জীবন্ত নারীকে ছিঁড়ে খেল শুয়োরের পাল

প্রকাশিত : ১৪:৪০, ৯ ফেব্রুয়ারি ২০১৯

Ekushey Television Ltd.

বন্য শুয়োর হলেও কথা ছিল। এরা সবাই খামারের পোষা শুয়োর। কিন্তু তাদের মধ্যেই যে এমন ভয়াবহ প্রবৃত্তি জেগে উঠতে পারে, তা দুঃস্বপ্নেও ভাবতে পারেনি কেউ।

এই ভয়ঙ্কর ঘটনাটি ঘটেছে পশ্চিম রাশিয়ার উডমুরটিয়া জেলায়। খবরে প্রকাশ, শুয়োরের খামারটি ওই নারীরই। ৫৬ বছর বয়সী ওই নারী শুয়োরদের খাওয়াচ্ছিলেন। এমন সময়েই তিনি মৃগি রোগে আক্রান্ত হন এবং শুয়োরদের দঙ্গলে পড়ে যান। তার পরে শুয়োরেরা তার উপরে ঝাঁপিয়ে পড়ে।

শুয়োরেরা তাকে এতটাই আহত করে যে অতিরিক্ত রক্তক্ষরণে তিনি মারা যান। তার স্বামী তাকে মৃত অবস্থাতেই আবিষ্কার করেন। দেখা যায় নারী মাটিতে পড়ে রয়েছেন, তার বিভিন্ন প্রত্যঙ্গ ও মুখ শুয়োরেরা ছিঁড়ে খেয়েছে। নারীর মৃত্যুর তদন্তে এসে গোয়েন্দারাও স্তম্ভিত হয়ে যান ঘটনার বীভৎসতায়।

২০১২ সালে মার্কিন যুক্তরাষ্ট্রের ওরিগনে এক কৃষককে এভাবেই খামারের শুয়োরেরা হত্যা করেছিল। বিশেষজ্ঞরা জানাচ্ছেন, পোষা শুয়োর সাধারণত এমন কাণ্ড ঘটায় না। কিন্তু এ ক্ষেত্রে সেই বিরল ঘটনাই ঘটেছে। 

সূত্র: এবেলা

একে//


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি