ঢাকা, শনিবার   ২৩ নভেম্বর ২০২৪

হুমকিতে অর্থনৈতিক ভবিষ্যৎ

২২ ট্রিলিয়ন ডলার ছাড়িয়েছে মার্কিন জাতীয় ঋণ

প্রকাশিত : ১৩:৫৫, ১৩ ফেব্রুয়ারি ২০১৯ | আপডেট: ১৫:০২, ১৩ ফেব্রুয়ারি ২০১৯

প্রথমবারের মতো আমেরিকার জাতীয় ঋণের পরিমাণ ২২ ট্রিলিয়ন ডলার ছড়িয়েছে। এ ঋণের পরিমাণ ২২.০১ ট্রিলিয়ন ডলারে পৌঁছেছে বলে মার্কিন অর্থ বিভাগের প্রতিবেদনে উল্লেখ করা হয়। (গণিতের হিসাব অনুযায়ী ১ এর পরে ১২টি শূন্য বসালে এক ট্রিলিয়ন হয়।)
২০১৭ সালের জানুয়ারি মাসে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ক্ষমতায় আসার পর থেকে মার্কিন সরকারের বাজেট ঘাটতির পরিমাণ ২.০৬ ট্রিলিয়ন ডলার বেড়েছে। ২০১৭ সালে মার্কিন জাতীয় ঋণের পরিমাণ ছিল ১৯.৯৫ ট্রিলিয়ন ডলার।
কর হ্রাস এবং অভ্যন্তরীণ ও সামরিক কর্মসূচিতে ব্যয়বৃদ্ধির কারণে মার্কিন সরকারের ঋণের পরিমাণ হু হু করে বাড়ছে। মার্কিন থিংক ট্যাংক পিটার জি পিটারসন ফাউন্ডেশনের প্রধান মাইকেল পিটারসন বলেছেন, জাতীয় ঋণের পরিমাণ বেড়ে যাওয়াটা উদ্বেগের বিষয় হয়ে উঠেছে; এতে প্রতিটি মার্কিন নাগরিকের অর্থনৈতিক ভবিষ্যৎ হুমকিতে পড়েছে।#
সূত্র : পার্সটুডে
এসএ/


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি