ঢাকা, বুধবার   ২৭ নভেম্বর ২০২৪

‘ইরানে সন্ত্রাসী হামলার সঙ্গে আমেরিকা ও ইসরাইল জড়িত’

প্রকাশিত : ১১:৩৮, ১৪ ফেব্রুয়ারি ২০১৯

লেবাননের ইসলামি প্রতিরোধ আন্দোলন হিজবুল্লাহ বলেছে, ইরানের দক্ষিণ-পূর্বে সন্ত্রাসী হামলার সঙ্গে আমেরিকা, ইহুদিবাদী ইসরাইল ও তাদের মিত্ররা জড়িত রয়েছে। ওই হামলার নিন্দা জানিয়ে আজ বৃহস্পতিবার ভোরে প্রকাশিত এক বিবৃতিতে এ মন্তব্য করা হয়েছে।
হিজবুল্লাহর বিবৃতিতে আরও বলা হয়েছে, আমেরিকা, ইহুদিবাদী ইসরাইল ও তাদের মিত্ররা মধ্যপ্রাচ্যে বিভিন্ন সন্ত্রাসী গোষ্ঠী গড়ে তুলেছে এবং ওই সব সন্ত্রাসী গোষ্ঠীকে দিয়েই এ হামলা চালানো হয়েছে।
১১ ফেব্রুয়ারি বিপ্লব বার্ষিকীর ৪০তম বার্ষিকীর শোভাযাত্রায় মানুষের ব্যাপক উপস্থিতিতে শত্রুরা ক্ষুব্ধ হয়েছে বলে এ বিবৃতিতে মন্তব্য করা হয়েছে।
পোল্যান্ডের ওয়ারশতে ইরান বিরোধী বৈঠকের নিন্দা জানিয়ে হিজবুল্লাহ বলেছে, মার্কিন নেতৃত্বে সেখানে যে বৈঠক চলছে তা থেকেই এটা স্পষ্ট ইরানকে অস্থিতিশীল ও অনিরাপদ করার লক্ষ্যে আমেরিকা সন্ত্রাসী গোষ্ঠীগুলোর সঙ্গে যোগাযোগ বজায় রেখেছে এবং সমন্বয়ের ভিত্তিতে অপকর্ম চালাচ্ছে।
প্রসঙ্গত, গতরাতে ইরানের দক্ষিণ-পূর্বের সিস্তান ও বালুচিস্তান প্রদেশে সন্ত্রাসী হামলায় ২৭ জন সেনা শহীদ ও ১৩ জন আহত হয়েছে।
সূত্র : পার্সটুডে
এসএ/


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি