ঢাকা, সোমবার   ২১ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

ট্রাম্পকে নোবেলের জন্য শিনজো অ্যাবের মনোনয়ন

প্রকাশিত : ২২:৩৪, ১৭ ফেব্রুয়ারি ২০১৯

Ekushey Television Ltd.

জাপানের প্রধানমন্ত্রী শিনজো অ্যাবে শান্তিতে নোবেল পুরস্কারের জন্যে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে মনোনয়ন দিয়েছিলেন। ওয়াশিংটনের অনুরোধে অ্যাবে এই মনোনয়ন দেন বলে রোববার জাপানের একটি পত্রিকায় বলা হয়।

জাপানের সরকারি সূত্রের উদ্ধৃতি দিয়ে আশাহি শিম্বুন পত্রিকার খবরে বলা হয়, গত জুন মাসে উত্তর কোরিয়ার নেতা কিম জং উনের সঙ্গে ট্রাম্পের যুগান্তকারী বৈঠকের পর এ পুরস্কারের বিষয়ে ওয়াশিংটনের পক্ষ থেকে মনোনয়নের জন্যে অনুরোধ জানানো হয়।

অ্যাবে মনোনয়ন দিয়েছেন শুক্রবার ট্রাম্পের এমন দাবির পর পত্রিকাটি এ খবর প্রকাশ করে। ট্রাম্প বলেছেন, নোবেল শান্তি পুরস্কার কমিটির কাছে পাঠানো পাঁচ পৃষ্ঠার মনোনয়নের চিঠির কপি অ্যাবে তাকেও দিয়েছেন। সেখানে অ্যাবে পিয়ংইয়ং এর সাথে উত্তেজনা কমাতে ট্রাম্পের ভূমিকার প্রশংসা করেন।

হোয়াইট হাউসে সাংবাদিকদের ট্রাম্প বলেন, অ্যাবে আমাকে বলেছে-আমি জাপানের পক্ষ থেকে শ্রদ্ধার সঙ্গে আপনাকে মনোনয়ন দিয়েছি। আপনাকে শান্তিতে নোবেল পুরস্কার দেয়ার জন্যে আমি তাদের বলেছি। তবে ট্রাম্পের দাবি কিংবা পত্রিবার খবরের বিষয়ে জাপানের কোন কর্মকর্তা মন্তব্য করতে রাজি হয়নি।

আরকে//


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি