ঢাকা, সোমবার   ২১ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

‘মাদুরোকে ছাড়ুন নইলে সব হারাতে হবে’

প্রকাশিত : ০৮:৫৯, ২০ ফেব্রুয়ারি ২০১৯

Ekushey Television Ltd.

ভেনিজুয়েলার সেনাবাহিনীকে সে দেশের প্রেসিডেন্ট মাদুরোর প্রতি সমর্থন দেওয়া বন্ধ করার আহ্বান জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। একইসঙ্গে তিনি সতর্ক করে বলেছেন, মাদুরোকে সমর্থন দেওয়া বন্ধ না করলে সব হারাতে হবে তাদের।

তিনি বলেন, মাদুরোকে সমর্থন দেওয়া অব্যাহত রেখে ভেনিজুয়েলার সেনারা তাদের ভবিষ্যত ও জীবনের ঝুঁকি নিচ্ছে। পাশাপাশি তিনি ভেনিজুয়েলায় আমেরিকার পাঠানো ‘মানবিক সহায়তা’ প্রবেশের সুযোগ দেওয়ার কথা বলেছেন। 

আমেরিকার মিয়ামিতে ভেনিজুয়েলা ও কিউবা থেকে অভিবাসন গ্রহণ করা লোকজনের এক সমাবেশে ট্রাম্প এসব কথা বলেন।

তিনি বলেন, ভেনিজুয়েলার সেনারা মাদুরোর প্রতি সমর্থন অব্যাহত রাখলে তারা নিরাপদ কোনো আশ্রয়ও পাবে না।

ট্রাম্পের এ বক্তব্যের জবাবে প্রেসিডেন্ট মাদুরো বলেছেন, “মার্কিন প্রেসিডেন্টের এ বক্তব্য নাজিদের বক্তব্যের মতো। ট্রাম্প এমনভাবে কথা বলছেন যেন তিনি ভেনিজুয়েলার মালিক এবং এ দেশের জনগণ যেন তার গোলাম।   

তথ্যসূত্র: পার্সটুডে

এমএইচ/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি