ঢাকা, সোমবার   ২১ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

মহাকাশ নিয়ন্ত্রণে নিতে চায় ট্রাম্প, স্পেস ফোর্স গঠন

প্রকাশিত : ১৪:৪৯, ২০ ফেব্রুয়ারি ২০১৯

Ekushey Television Ltd.

মহাশূন্যে ‘মহাকাশ বাহিনী’ বা ‘স্পেস ফোর্স’ গঠনের আদেশে সই করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এতে ‘মহাকাশ বাহিনী’ গঠনের বিষয়ে দিক নির্দেশনা দেওয়া হয়েছে। আর এ জাতীয় বাহিনী গঠনের মধ্য দিয়ে মহাশূন্যে যুদ্ধের দামামা বাজানো শুরু হলো বলে অনেকেই মনে করছেন।

মার্কিন নৌ, মেরিন, সেনা, বিমান এবং উপকূল বাহিনীর পাশাপাশি ষষ্ট সামরিক বাহিনী হিসেবে একে গড়ে তোলা হবে। মহাকাশে মার্কিন উপগ্রহগুলোকে রক্ষা এবং হামলা প্রতিহত করার পাশাপাশি কক্ষপথে মার্কিন আধিপত্য বজায় রাখাই এ বাহিনীর দায়িত্বের অন্তর্ভুক্ত হবে বলে প্রত্যাশা করছেন ট্রাম্প।

আদেশপত্রে সই করার পর সাংবাদিকদের কাছে ট্রাম্প দাবি করেন, আমেরিকাকে প্রস্তুত থাকতে হবে। ট্রাম্প সরকার মহাকাশ বাহিনী গঠনকে আমেরিকার জাতীয় নিরাপত্তা বিষয়ে পরিণত করেছে বলেও জানান তিনি।

আদেশপত্রে মার্কিন কংগ্রেসকে ‘মহাকাশ বাহিনী’ সংক্রান্ত খসড়া আইন প্রণয়নের আহ্বান জানানো হয়েছে। মার্কিন মেরিন কোরকে দেশটির নৌবাহিনীর আওতায় রাখা হয়েছে একই ভাবে মহাকাশ বাহিনীকে দেশটির বিমান বাহিনীর আওতায় রাখার কথা এতে বলা হয়েছে।

আগামী কয়েক সপ্তাহের মধ্যেই পেন্টাগন এ বাহিনী  গঠনের প্রস্তাবিত আইন কাঠামো উত্থাপন করবে বলে জানান মার্কিন  প্রতিরক্ষা বিভাগের মুখপাত্র।

তথ্যসূত্র: পার্সটুডে

এমএইচ/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি