ঢাকা, বুধবার   ২৭ নভেম্বর ২০২৪

দ্রুত ব্যবস্থা নিন, ইমরান খানকে হরভজন

প্রকাশিত : ১৫:৫৮, ২০ ফেব্রুয়ারি ২০১৯

বিশ্বকাপে পাকিস্তানের বিরুদ্ধে ম্যাচ বয়কটের দাবি জানিয়েছিলেন পুলওয়ামায় জঙ্গি হানার পর। এ বার পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খানকে এই ব্যাপারে অবিলম্বে ব্যবস্থা গ্রহণের আবেদন জানালেন হরভজন সিংহ।

সীমান্তে সন্ত্রাস বন্ধ করার জন্য একদা পাকিস্তানের বিশ্বকাপজয়ী অধিনায়ক ও অধুনা প্রধানমন্ত্রী ইমরানকে তৎপর দেখতে চাইছেন বর্ষীয়ান অফস্পিনার।

হরভজন সিংহ বলেছেন, ‘এই ইস্যুতে ইমরানের কাছে কড়া পদক্ষেপ দেখতে চাইছি। আর এগুলো কী ভাবে সামলাতে হয়, তা ইমরানের ভালই জানা রয়েছে।’

এখানেই থামেননি তিনি। হরভজন আরও বলেন, ‘রাজনৈতিকভাবে এই ইস্যুগুলো কীভাবে নিয়ন্ত্রণ করতে হয়, তা বোঝার পক্ষে আমরা নিতান্তই শিশু। তবে এগুলোর শেষ হওয়া দরকার। ’

তিনি বলেন, ‘আমাদের একজনও সেনা যেন প্রাণ না হারায়। প্রত্যেক সেনারই কারও না করো সন্তান, কারও না কারো ভাই। প্রিয়জনকে হারানোর যন্ত্রণা একমাত্র সেই পরিবারই উপলব্ধি করতে পারে।’

প্রসঙ্গত, ইমরান মঙ্গলবারই এক ভিডিও বার্তায় পুলওয়ামার ঘটনায় পাকিস্তানের জড়িত থাকার খবর অস্বীকার করেছেন। জঙ্গি হানায় পাকিস্তানের জড়িত থাকার প্রমাণও চেয়েছেন। একইসঙ্গে বলেছেন, ভারত আক্রমণ করলে প্রত্যাঘাত করতে প্রস্তুত রয়েছে পাকিস্তান।

তথ্যসূত্র: আনন্দবাজার

এমএইচ/


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি