ঢাকা, বুধবার   ২৭ নভেম্বর ২০২৪

আসামে বিষাক্ত মদপান: মৃত্যের সংখ্যা ৮৪ জন

প্রকাশিত : ০৯:২৭, ২৩ ফেব্রুয়ারি ২০১৯ | আপডেট: ১৫:২০, ২৩ ফেব্রুয়ারি ২০১৯

ভারতে ফের বিষাক্ত মদ খেয়ে মৃত্যুর ঘটনা ঘটল। এবার দেশটির আসাম রাজ্যে এ ঘটনা ঘটেছে। শেষ খবর পাওয়া পর্যন্ত এই বিষাক্ত মদ পান করে ৯ জন নারীসহ মোট ৮৪ জন চা-বাগান কর্মীর মৃত্যু হল। আরও ২০০ জনকে ভর্তি করা হয়েছে হাসপাতালে। তাদের মধ্যে বেশ কয়েকজনের অবস্থাও আশঙ্কাজনক।

ঘটনাটি নিয়ে তদন্তের নির্দেশ দিয়েছে আসম সরকার। গুয়াহাটি থেকে ৩১০ কিলোমিটার দূরে গোলাঘাটের চা বাগানের আরও বহু কর্মীকে গত বৃহস্পতিবার রাতে এই একই কারণে হাসপাতালে ভর্তি করা হয়। এই ঘটনার সঙ্গে জড়িত সন্দেহে আপাতত দুইজনকে গ্রেফতার করা হয়েছে।

গুয়াহাটির সরকারি হাসপাতালের চিকিৎসক দিলীপ রাজবংশী বলেন, ‘বিষাক্ত দেশি মদ’ পান করার জন্যই এই মৃত্যু।’ 

স্থানীয় বিধায়ক মৃণাল শইকিয়া জানান, বিষাক্ত মদ পানকারীরা খাওয়ার পরেই অসুস্থ হয়ে পড়ে। পরে তাদেরকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়।

প্রসঙ্গত, কয়েকদিন আগেই বিষাক্ত মদ খেয়ে উত্তরপ্রদেশ ও উত্তরাখণ্ডে মারা গিয়েছিল ১০০ জনের বেশি মানুষ। তার দু’সপ্তাহের মধ্যেই ফের আসামে এই ঘটনা ঘটল।

সূত্র: এনডিটিভি

একে//


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি