ঢাকা, রবিবার   ২৪ নভেম্বর ২০২৪

ভেনিজুয়েলার সামরিক শক্তি প্রয়োগের তীব্র নিন্দা হোয়াইট হাউসের

প্রকাশিত : ২১:০০, ২৩ ফেব্রুয়ারি ২০১৯

যুক্তরাষ্ট্র ভেনিজুয়েলার সামরিক শক্তি প্রয়োগের তীব্র নিন্দা জানিয়েছে। ভেনিজুয়েলা সীমান্তে সেনাবাহিনীর গুলিতে দুই আদিবাসী নিহত হওয়ায় যুক্তরাষ্ট্র এ নিন্দা জানায়।

শুক্রবার হোয়াইট হাউসের এক বিবৃতিতে বলা হয়েছে, ব্রাজিলের সঙ্গে ভেনিজুয়েলার সীমান্তে নিরস্ত্র বেসামরিক লোক এবং নিরীহ স্বেচ্ছাসেবকদের ওপর দেশটির সেনাবাহিনীর শক্তি প্রয়োগের তীব্র নিন্দা জানাচ্ছে যুক্তরাষ্ট্র।
এতে আরও বলা হয়েছে, ভেনিজুয়েলার সামরিক বাহিনীকে অবশ্যই দেশটিতে শান্তিপূর্ণভাবে ত্রাণ সহায়তা সরাবরাহের সুযোগ দিতে হবে। বিশ্ব পুরো বিষয়টি নজরে রাখছে।

বিবৃতিতে আরও বলা হয়েছে, ভেনিজুয়েলার স্বঘোষিত অন্তবর্তী প্রেসিডেন্ট জুয়ান গুয়াইদো তার দেশের জনগণের জন্যে অবিলম্বে ত্রাণ সহায়তা দিতে আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি আহ্বান জানিয়েছেন। কিন্তু সরকার দেশটির সব সীমান্ত বন্ধের নির্দেশ দিয়েছে এবং যারা ত্রাণ প্রবেশে চেষ্টা চালাচ্ছেন তাদের ওপর দমন পীড়ন চালাচ্ছে।

উল্লেখ্য, প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো ও বিরোধী নেতা জুয়ান গুয়াইদোর মধ্যকার ক্ষমতার লড়াইয়ে ত্রাণ সহায়তার বিষয়টি মূখ্য বিষয় হয়ে উঠেছে। বিশ্বের ৫০টিরও বেশি দেশ গুয়াইদোকে অন্তবর্তী প্রেসিডেন্ট হিসেবে স্বীকৃতি দিয়েছে।

তথ্যসূত্র: বিবিসি।

এসএইচ/


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি