দ্বিতীয় দিনের বৈঠকে বসেছেন ট্রাম্প-উন
প্রকাশিত : ১২:৫৮, ২৮ ফেব্রুয়ারি ২০১৯
পরমাণু নিরস্ত্রীকরণ নিয়ে ভিয়েতনামের রাজধানী হ্যানয়ে দ্বিতীয় দিনের মতো বৈঠকে বসেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও উত্তর কোরিয়ার নেতা কিম জন উন।
আজ বৃহস্পতিবার সকালে এ বৈঠক শুরু হয়। হ্যানয়ের পাঁচ তারকা হোটেল ‘মেট্রোপোলে’ বুধবার দুই দিনব্যাপী এ বৈঠক শুরু হয়। এদিন গণমাধ্যমের সামনে করমোর্দনের পর আলোচনা ও নৈশভোজে যোগ দেন এই দুই রাষ্ট্রপধান।
এবারের বৈঠকে ট্রাম্প ও কিম কোরীয় উপদ্বীপকে পারমাণবিক অস্ত্রমুক্ত করার পরিকল্পনা নিয়ে নিজেদের মধ্যে আলোচনা করবেন বলে ধারণা করা হচ্ছে।
ট্রাম্প এই সম্মেলন থেকে বড় ধরনের কিছু প্রত্যাশা না করার কথা ব্যক্ত করে সাংবাদিকদের বলেন, ‘উত্তর কোরিয়ার নিরস্ত্রীকরণ চুক্তির ব্যাপারে তার কোন তাড়া নেই।’
মার্কিন প্রেসিডেন্ট আরও বলেন, ‘দেশটির নিরস্ত্রীকরণের ব্যাপারে সবদিক বিবেচনা করে আমরা এগিয়ে যাচ্ছি। আমরা সঠিক চুক্তিটিই করতে চাই।’
তিনি মনে করেন কিমের সঙ্গে তার এবারের বৈঠক ‘খুবই সফল’ হবে।
গত বছর সিঙ্গাপুরে ডোনাল্ড ট্রাম্প ও কিম জং উনের মধ্যে অনুষ্ঠিত প্রথম বৈঠকের এ বিষয়সহ অন্যান্য ইস্যুতে খুব সামান্যই অগ্রগতি হয়েছে।
এসএ/
আরও পড়ুন