ঢাকা, বুধবার   ১২ মার্চ ২০২৫

Ekushey Television Ltd.

ভারত ও পাকিস্তানকে ধৈর্য ধরার আহ্বান ইরানের

প্রকাশিত : ১৩:১৪, ২৮ ফেব্রুয়ারি ২০১৯

Ekushey Television Ltd.

ভারত ও পাকিস্তানের মধ্যে ঘটে যাওয়া সংঘর্ষের ব্যাপারে দুঃখ প্রকাশ করেছে ইরান। সে দেশের পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মাদ জাওয়াদ জারিফ দু’দেশের প্রতি  ধৈর্য ধরার ও সংযত আচরণ করার জন্য আহ্বান জানিয়েছেন।

মোহাম্মাদ জাওয়াদ জারিফ তার পাকিস্তানি সমকক্ষ শাহ মেহমুদ কোরেশি’র সঙ্গে এক টেলিফোনালাপে এ আহ্বান জানান।

তিনি ভারত ও পাকিস্তানকে অবিলম্বে আলোচনার টেবিলে বসার আহ্বান জানিয়ে বলেন, শান্তিপূর্ণ উপায়ে দু’দেশের মধ্যে সৃষ্ট মতবিরোধ নিরসনে ইরান সহযোগিতা করতে প্রস্তুত রয়েছে।

আজ বৃহস্পতিবার ইরানের পররাষ্ট্রমন্ত্রী তার ভারতীয় সমকক্ষ সুষমা স্বরাজের সঙ্গে টেলিফোনে কথা বলবেন বলে আশা করা হচ্ছে।

ইরানের পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মাদ জাওয়াদ জারিফ গত সোমবার রাতে সামাজিক যোগাযোগ মাধ্যম ইনস্টাগ্রামে একটি পোস্ট দিয়ে নিজের পদত্যাগের কথা ঘোষণা করেন। এ সম্পর্কে কোনো কারণ উল্লেখ না করে দায়িত্ব পালনে অপারগতার জন্য জনগণের কাছে ক্ষমা চান।

কিন্তু প্রেসিডেন্ট হাসান রুহানি তার পদত্যাগপত্র গ্রহণ না করে তাকে দায়িত্ব পালনে করে যাওয়ার অনুরোধ করেন। প্রেসিডেন্টের অনুরোধে সাড়া দিয়ে মোহাম্মাদ জাওয়াদ জারিফ তার স্বাভাবিক কাজে ফিরে এসেছেন।

সূত্র : পার্সটুডে

এসএ/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি