ভেনিজুয়েলার তেল কোম্পানি স্থানান্তর
পর্তুগাল থেকে রাশিয়ায় সরানোর নির্দেশ
প্রকাশিত : ১২:০২, ২ মার্চ ২০১৯
ভেনিজুয়েলার রাষ্ট্র নিয়ন্ত্রিত তেল কোম্পানি পিডিভিএসএ’র দপ্তর পর্তুগালের রাজধানী লিসবন থেকে রাশিয়ার রাজধানী মস্কোয় সরিয়ে নেওয়ার নির্দেশ দিয়েছেন দেশটির প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো।
দেশটির ভাইস প্রেসিডেন্ট দেলসি রডরিগেজ শুক্রবার রাশিয়া সফরে গিয়ে স্বাগতিক দেশের পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভের সঙ্গে এক যৌথ সংবাদ সম্মেলনে একথা জানিয়েছেন। তিনি বলেন, নিজের তেল উৎপাদনের লক্ষ্যে রাশিয়ার তেল কোম্পানিগুলোর সঙ্গে সহযোগিতা শক্তিশালী করতে চায় কারাকাস।
ভেনিজুয়েলার পররাষ্ট্রমন্ত্রী বলেন, তার দেশের তেল উৎপাদন বাড়ানোর জন্য রুশ ফেডারেশনের কাছ থেকে সব রকম সহযোগিতা গ্রহণ করবে কারাকাস।
রডরিগেজ বলেন, ভেনিজুয়েলার রাষ্ট্রীয় সম্পদের নিরাপত্তা রক্ষা করার লক্ষ্যে পিডিভিএসএ’র দপ্তর লিসবন থেকে সরিয়ে নেয়া হচ্ছে। তিনি বলেন, ব্রিটিশ ব্যাংকে সংরক্ষিত ভেনিজুয়েলার সম্পদ এখন ফেরত দিতে রাজি হচ্ছে না লন্ডন।
কাজেই ইউরোপের কোনো দেশেই ভেনিজুয়েলার সম্পদ নিরাপদ নয় বলে তিনি উল্লেখ করেন। সম্প্রতি মার্কিন অনুরোধে সাড়া দিয়ে ‘ব্যাংক অব ইংল্যান্ড’ ভেনিজুয়েলার ১২০ কোটি ডলার মূল্যের স্বর্ণ বাজেয়াপ্ত করেছে।
তথ্যসূত্র: পার্সটুডে
এমএইচ/
আরও পড়ুন