ঢাকা, বুধবার   ২৭ নভেম্বর ২০২৪

ইরানের মধ্যস্থতার প্রস্তাবকে স্বাগত জানিয়েছে পাকিস্তান

প্রকাশিত : ১০:২২, ৩ মার্চ ২০১৯

পাক-ভারত সীমান্ত উত্তেজনা নিরসনে ইরান মধ্যস্থতা করার যে প্রস্তাব দিয়েছিল পাকিস্তানের সেনা মুখপাত্র মেজর জেনারেল আসিফ গফুর তাকে স্বাগত জানিয়েছেন। তিনি ইরানের গণমাধ্যমকে বলেছেন, ‘আমরা আমাদের ভ্রাতৃ ও বন্ধুপ্রতীম দেশ ইরানের কাছ থেকে এমন প্রস্তাবই আশা করেছিলাম।’

ইরানের পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মাদ জাওয়ার জারিফ গত বুধবার তার পাকিস্তানি সমকক্ষ শাহ মেহমুদ কোরেশি’র সঙ্গে এক টেলিফোনালাপে বলেন, ‘ইসলামাবাদ ও নয়াদিল্লির মধ্যকার মতপার্থক্য সংলাপের মাধ্যমে সমাধান করার ক্ষেত্রে তেহরান ভূমিকা পালন করতে প্রস্তুত রয়েছে।’

এই প্রস্তাব দেয়ার জন্য জেনারেল গফুর ইরান সরকারের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, ‘ভারতের সঙ্গে তার দেশের চলমান উত্তেজনা প্রশমনে ইরান, তুরস্ক ও চীনের মতো দেশগুলো অনেক বড় ভূমিকা রাখতে পারে।’

এর আগে তেহরানস্থ পাকিস্তান দূতাবাস শনিবার এক বিবৃতিতে কূটনৈতিক উপায়ে নয়াদিল্লি ও ইসলামাবাদের মধ্যকার চলমান উত্তেজনা প্রশমনে ইরানকে কার্যকর ভূমিকা পালনের আহ্বান জানায়।

সূত্র : পার্সটুডে

এসএ/


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি