ঢাকা, বুধবার   ২৭ নভেম্বর ২০২৪

বিচ্ছিন্নতাবাদীদের হামলায় রাখাইনে ৯ পুলিশ নিহত

প্রকাশিত : ১৯:৩৮, ১০ মার্চ ২০১৯

মিয়ানমারের রাখাইন প্রদেশে বিচ্ছিন্নতাবাদীদের হামলার ঘটনা ঘটেছ। এতে অন্তত ৯ জন পুলিশ নিহত হয়েছেন।

রোববার সিঙ্গাপুরভিত্তিক সংবাদমাধ্যম চ্যানেল নিউজ এশিয়া জানিয়েছে, পুলিশ কর্তৃপক্ষ তাদের মৃত্যুর খবর নিশ্চিত করেছে।

শনিবার রাতে রাখাইনের উত্তরে ইউয়েতাইয়ো নামক গ্রামে একটি চেকপোস্টে বিচ্ছিন্নতাবাদীরা দেশটির পুলিশের ওপর এ হামলা চালায়। গ্রামবাসী এসময় প্রচণ্ড গোলাগুলির শব্দ শুনতে পায়।

এদিকে মিয়ানমারের তথ্য মন্ত্রণালয়ের এক ফেসবুক পোস্টের বরাত দিয়ে রয়টার্স জানিয়েছে, আরাকান আর্মির হামলায় ৯ পুলিশ সদস্য নিহত হয়েছে। এছাড়া আরও একজন এখনও পর্যন্ত নিখোঁজ।

হামলায় নিহত সব পুলিশ সদস্য স্থানীয়। অর্থাৎ ঘটনাস্থলের আশেপাশের গ্রামগুলো থেকেই তাদের নিয়োগ দেয়া হয়েছিল।

মিয়ানমারের তথ্য মন্ত্রণালয় এক ফেসবুক পোস্টে জানায়, আরাকান আর্মি সন্ত্রাসবাদী গোষ্ঠীর ৬০ সদস্য হালকা ও মাঝারি অস্ত্র নিয়ে হামলা চালায়। এতে ৯ পুলিশ সদস্য নিহত হয়েছে।
এর আগে জানুয়ারিতে আরাকান আর্মির একই ধরনের হামলায় ১৩ পুলিশ নিহত হয়। মূলত গত ডিসেম্বর থেকেই পুলিশের সঙ্গে বার বার সংঘর্ষে জড়াচ্ছে আরাকান আর্মি। এতে রাখাইন অঞ্চলের পরিস্থিতি আবারও থমথমে হয়ে উঠেছে।

এসি

 


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি