ঢাকা, সোমবার   ২১ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

ভেনিজুয়েলায় সামরিক হস্তক্ষেপ নয় : আমেরিকাকে ইইউ

প্রকাশিত : ০৮:৩১, ১৩ মার্চ ২০১৯ | আপডেট: ০৯:১০, ১৩ মার্চ ২০১৯

Ekushey Television Ltd.

ইউরোপীয় ইউনিয়ন (ইইউ)ভেনিজুয়েলায় সামরিক হস্তক্ষেপের ব্যাপারে আমেরিকাকে সতর্ক করে দিয়েছে। ওই ইউনিয়ন বলেছে, ল্যাতিন আমেরিকার দেশটির চলমান সংকট শান্তিপূর্ণ ও রাজনৈতিক উপায়ে সমাধান করতে হবে।

ইইউ’র পররাষ্ট্রনীতি বিষয়ক প্রধান কর্মকর্তা ফেডেরিকা মোগেরিনি মঙ্গলবার জাতিসংঘ নিরাপত্তা পরিষদের এক বৈঠকে বলেন, “আমাদের দৃষ্টিতে ভেনিজুয়েলার ভেতরে বা বাইরে থেকে দেশটিতে কোনো ধরনের সামরিক হস্তক্ষেপ গ্রহণযোগ্য নয়।”

জাতিসংঘের সঙ্গে ইউরোপীয় ইউনিয়নের সহযোগিতার ধরন নিয়ে মঙ্গলবারের বৈঠকটির আয়োজন করা হয়।

ভেনিজুয়েলার চলমান রাজনৈতিক সংকটের কথা উল্লেখ করে মোগেরিনি সুস্পষ্ট করে বলেন, “বাইরে থেকে কোনো সমাধান চাপিয়ে দেয়া যাবে না।”

তিনি বলেন, দেশটির চলমান সংকটের জন্য রাজনৈতিক ও প্রাতিষ্ঠানিক কারণ দায়ী এবং এটি কোনো প্রাকৃতিক বিপর্যয় নয়।  শান্তিপূর্ণ, রাজনৈতিক ও কূটনৈতিক উপায়ে এ সংকটের সমাধান করতে হবে।

রাজনৈতিক উপায়ে ভেনিজুয়েলার সংকট সমাধানের জন্য ইইউ ল্যাতিন আমেরিকার দেশগুলোর সঙ্গে একটি কন্টাক্ট গ্রুপ স্থাপন করেছে বলেও তিনি জানান।

তথ্যসূত্র: পার্সটুডে

এমএইচ/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি