ঢাকা, বুধবার   ১৫ জানুয়ারি ২০২৫

‌নিউজিল্যান্ডে মসজিদে হামলায় নিহত ৬, তামিমরা নিরাপদ

প্রকাশিত : ০৮:৫০, ১৫ মার্চ ২০১৯ | আপডেট: ১০:৪৩, ১৫ মার্চ ২০১৯

নিউজিল্যান্ডের ক্রাইস্টচার্চে মসজিদে বন্দুকধারীদের সন্ত্রাসী হামলায় ৬ জন নিহত হয়েছেন। শুক্রবার (১৫ মার্চ) মসজিদের ভেতরে ঢুকে  জুমার নামাজের পরপরই বন্দুরকধারীরা এলোপাথাড়ি ‍গুলি চালায়।

ওই মসজিদে বাংলাদেশি ক্রিকেটার তামিম ইকবালসহ সফররত দলের কয়েকজন খেলোয়াড় জুমার নামাজ পড়তে গিয়েছিলেন। তবে ওই হামলায় বাংলাদেশ দলের ক্রিকেটাররা সবাই নিরাপদে রয়েছেন বলে জানানো হয়েছে।ইএসপিএন’র এক সাংবাদিক এ তথ্য নিশ্চিত করেছেন।

একজন প্রত্যক্ষদর্শী স্থানীয় সংবাদ মাধ্যমকে জানান, গুলিতে বেশকয়েকজন সঙ্গে সঙ্গে মাটিতে লুটিয়ে পড়েন। তবে কেন এ হামলার ঘটনা ঘটল তা এখনো নিশ্চিত করতে পারেনি মসজিদের কর্তৃপক্ষ।

এমএইচ/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি