ঢাকা, রবিবার   ০১ ডিসেম্বর ২০২৪

নিউজিল্যান্ডের আগ্নেয়াস্ত্র মালিকানা আইন

প্রকাশিত : ১৫:২৬, ১৫ মার্চ ২০১৯ | আপডেট: ১৫:৩১, ১৫ মার্চ ২০১৯

নিউজিল্যান্ডের ক্রাইস্টচার্চে দুটি মসজিদে বন্দুকধারীদের হামলায় ২ বাংলাদেশিসহ অন্তত ৪৯ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। নিউজিল্যান্ডের বাংলাদেশ দূতাবাসের একজন কর্মকর্তা এ তথ্য নিশ্চিত করেছেন।

শুক্রবার স্থানীয় সময় বেলা দেড়টার দিকে মসজিদে নামাজ শুরুর ১০ মিনিটের মধ্যে একজন বন্দুকধারী সিজদায় থাকা মুসল্লিদের ওপর গুলি ছুড়লে এই হতাহতের ঘটনা ঘটে।

এই ঘটনার পর স্বাভাবিকভাবেই নিউজিল্যান্ডের আগ্নেয়াস্ত্রের মালিকানা সংক্রান্ত আইন আবারও আলোচনায় আসবে। বহুবছর ধরেই এই বিতর্ক চলছে।

২০১৭ সালের এক জরিপ অনুযায়ী, নিউজিল্যান্ডের বেসামরিক ব্যক্তিদের হাতে মোট ১২ লাখের বেশি সংখ্যক অস্ত্রের মালিকানা রয়েছে। অর্থাৎ প্রতি ১০০ জনের জন্য ২৬টি আগ্নেয়াস্ত্র।

অস্ট্রেলিয়ায় প্রতি ১০০ জনে এই সংখ্যা ১৪ দশমিক ৫ আর ইংল্যান্ড ও ওয়েলসে ৪ দশমিক ৬। আর যুক্তরাষ্ট্রে প্রতি ১০০ জনের জন্য আগ্নেয়াস্ত্রের সংখ্যা প্রায় ১২০টি।

সূত্র: বিবিসি

একে//


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি