ঢাকা, বুধবার   ১৫ জানুয়ারি ২০২৫

প্রত্যক্ষদর্শীর বর্ণনায় ক্রাইস্টচার্চে মসজিদে হামলা

প্রকাশিত : ১৫:৪৫, ১৫ মার্চ ২০১৯

নিউজিল্যান্ডের ক্রাইস্টচার্চে দুটি মসজিদে বন্দুকধারীদের হামলায় ২ বাংলাদেশিসহ অন্তত ৪৯ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে।

শুক্রবার স্থানীয় সময় বেলা দেড়টার দিকে মসজিদে নামাজ শুরুর ১০ মিনিটের মধ্যে একজন বন্দুকধারী সিজদায় থাকা মুসল্লিদের ওপর গুলি ছুড়লে এই হতাহতের ঘটনা ঘটে।

গোলাগুলির ঘটনায় বেঁচে ফিরে আসা একজন বলেন, গুলি শুরু হওয়ার পর আল নূর মসজিদের জানালা ভেঙে মানুষ পালাতে থাকে।

রেডিও নিউজিল্যঅন্ডকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, ‘সে (হামলাকারী) সবাইকে গুলি করতে থাকে। যাকেই তার মনে হয়েছে যে সে বেঁচে আছে, তাকে লক্ষ করে সে আবার গুলি চালায়।’

আরেকজন প্রত্যক্ষদর্শী জানান, অন্তত ২০ মিনিট ধরে গোলাগুলি চলে। বলেন, ‘আমি আসলে শুধু একটা প্রার্থনাই করছিলাম। তার (হামলাকারীর) গুলি যেন শেষ হয়ে যায়।’

সূত্র: বিবিসি

একে//


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি