‘ক্রাইস্টচার্চের মসজিদে হামলা অত্যন্ত পরিকল্পিত’
প্রকাশিত : ১৬:০৭, ১৫ মার্চ ২০১৯ | আপডেট: ১৭:১২, ১৫ মার্চ ২০১৯
নিউজিল্যান্ডের ক্রাইস্টচার্চে দুটি মসজিদে বন্দুকধারীদের হামলায় ২ বাংলাদেশিসহ অন্তত ৪৯ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আরও ২০ জনেরও বেশি গুরুতর আহত হয়েছেন। এছাড়াও অন্তত ৫ জন বাংলাদেশি আহত হয়েছেন, যাদের মধ্যে দু’জনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা যাচ্ছে।
শুক্রবার স্থানীয় সময় বেলা দেড়টার দিকে মসজিদে নামাজ শুরুর ১০ মিনিটের মধ্যে একজন বন্দুকধারী সিজদায় থাকা মুসল্লিদের ওপর গুলি ছুড়লে এই হতাহতের ঘটনা ঘটে।
নিউজিল্যান্ডের প্রধানমন্ত্রী জাসিন্ডা আর্ডেন সংবাদ সম্মেলনে বলেছেন, ক্রাইস্টচার্চে মসজিদে আক্রমণ একটি পরিকল্পিত ‘সন্ত্রাসী হামলা’ বলে মনে হচ্ছে। তিনি বলেন, এটি নিউজিল্যান্ডের একটি অন্ধকারতম দিন।
নিউজিল্যান্ডের পুলিশ কমিশনার বুশ বলেছেন, এটি ‘অত্যন্ত পরিকল্পিত একটি আক্রমণ।’
দুটি গাড়িতে বিস্ফোরক লাগানো ছিল। অকল্যান্ডে একটি স্টেশনে দুটি সন্দেহজনক ব্যাগ পাওয়া যায়, যেগুলো নিয়ন্ত্রিত বিস্ফোরণের মাধ্যমে নিষ্ক্রিয় করে পুলিশ। তবে ক্রাইস্টচার্চ হামলার সঙ্গে সেটির কোনও সম্পর্ক ছিল না বলে মনে করেন পুলিশ কমিশনার।
সূত্র: বিবিসি, আল জাজিরা
একে//
আরও পড়ুন