ঢাকা, শনিবার   ২৩ নভেম্বর ২০২৪

নিউজিল্যান্ডে সন্ত্রাসী হামলার ঘটনায় ওবামার দুঃখ প্রকাশ

প্রকাশিত : ১১:৪৬, ১৬ মার্চ ২০১৯

নিউজিল্যান্ডে ক্রাইস্টচার্চের দু’টি মসজিদে সন্ত্রাসী হামলার ঘটনায় অন্তত ৪৯ জন নিহত হয়েছেন। এ হামলার ঘটনায় সমবেদনা ও দুঃখ প্রকাশ করেছেন মার্কিন সাবেক প্রেসিডেন্ট বারাক ওবামা।

এক টুইট বার্তায় যুক্তরাষ্ট্রের সাবেক এই প্রেসিডেন্ট লেখেন, নিউজিল্যান্ডের সব মানুষের জন্য মিশেল (স্ত্রী) ও আমি সমবেদনা জানাচ্ছি। বর্বরোচিত ওই হামলায় দুঃখ প্রকাশ করছি এবং মুসলিম সম্প্রদায়ের পাশে রয়েছি। সন্ত্রাসী হামলা তা যেভাবেই হোক, তার বিরুদ্ধে আমাদের ঘৃণা।

প্রসঙ্গত, স্থানীয় সময় শুক্রবার নিউজিল্যান্ডে ক্রাইস্টচার্চের দু’টি মসজিদে হামলার ঘটনায় অন্তত ৪৯ জন নিহত হয়েছেন। ৪১ জন নিহত হয়েছেন আল নূর মসজিদে এবং ৭ জন মারা গেছেন লিনউড মসজিদের ঘটনায়। আরেকজন হাসপাতালে চিকিৎসা নেওয়ার সময় মারা যান।

নিহতদের মধ্যে অন্তত ৩ জন বাংলাদেশি নাগরিক বলে নিশ্চিত করেছে বাংলাদেশ দূতাবাস। আরও কয়েকজন আহত হয়েছেন বলে ধারণা করা হচ্ছে।

তথ্যসূত্র: ওয়াশিংটন পোস্ট

এমএইচ/


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি