হামলাকারীর হাত থেকে অস্ত্র কেড়ে নিয়েছিলেন যে তরুণ
প্রকাশিত : ১২:৪১, ১৬ মার্চ ২০১৯
নিউজিল্যান্ডের ক্রাইস্টচার্চে আল নূর মসজিদ ও নিকটবর্তী লিনউড মসজিদে হামলায় ৪৯ জন নিহত হয়েছেন। এর মধ্যে লিনউড মসজিদে মারা যান ৭ জন। যদিও মসজিদে মুসল্লিদের সংখ্যা ছিল ৬০/৭০ জন। তবে বাকিরা প্রাণে বেঁচে গেছেন এক তরুণের অসীম সাহসিকতায়। হামলাকারীকে কাবু করে তিনি তার হাত থেকে অস্ত্র কেড়ে নিয়ে বাকিদের প্রাণ রক্ষা করেন।
সেই যুবকের সাহসিকতার গল্প নিউজিল্যান্ড হেরাল্ডকে বর্ণানা করেছেন ওই হামলা থেকে বেঁচে ফেরা সৈয়দ মাজহার উদ্দিন নামের এক মুসল্লি। তার দাবি, লিনউড মসজিদের খাদেম ওই তরুণ যদি হামলাকারীর বিরুদ্ধে রুখে না দাঁড়াতেন, তাহলে সেখানে নিহতের সংখ্যা আরও অনেক বেশি হতে পারত।
সৈয়দ মাজহারিউদ্দিন বলেন, মসজিদে হঠাৎ গুলির আওয়াজ শুনে লোকজন ভয়ে চিৎকার এবং ছোটাছুটি শুরু করে। তখন আমি নিজেকে রক্ষার জন্য জায়গা খুঁজছিলাম। দেখলাম এক লোক মসজিদের প্রধান দরজা দিয়ে ঢুকল। এটা ছিল ছোট্ট একটি মসজিদ এবং ভেতরে ৬০/৭০ জনের মতো মুসল্লি ছিলেন। ঢুকেই দরজার কাছেই থাকা বয়স্ক কয়েকজনের ওপর গুলি চালায় হামলাকারী। সামরিক কায়দার পোশাক (ক্যামোফ্লাজড গিয়ার) পরিহিত ওই হামলাকারী তখন বন্দুক দিয়ে নির্বিচারে গুলি করছিল।
মাজহার উদ্দিন আরও জানান, এ সময় সুযোগ বুঝে মসজিদের তরুণ সেই খাদেম বন্ধুকধারীর ওপর ঝাঁপিয়ে পড়ে তার অস্ত্র কেড়ে নেয়। তারপর সে হামলাকারীকেও ধরার চেষ্টা করে, কিন্তু অস্ত্রের ট্রিগারটা সে খুঁজে পাচ্ছিল না। হামলাকারী যখন দৌড়ে মসজিদ থেকে বেরিয়ে যায় তখন ওই তরুণও তার পিছু নেয়। কিন্তু বাইরে অপেক্ষায় থাকা একটি গাড়িতে উঠে পালিয়ে যাওয়ায় বন্দুকধারীকে ধরতে পারেনি সে।
তিনি আরও জানান, এই হামলার ঘটনায় তার সামনেই একজন বন্ধুর বুকে এবং আরেকজনের মাথায় গুলি লাগে। একজন ঘটনাস্থলেই মারা যান।
গুরুতর আহত আরেকজনকে রক্তাক্ত অবস্থায় ভেতরে রেখে ইমার্জেন্সি সার্ভিসের সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করে। বলেন, ‘আমি যখন দৌড়ে বাইরে এলাম, পুলিশ তখন মসজিদে ঢুকল। ওরা আর আমাকে ভেতরে যেতে দেয়নি। আমি আর আমার বন্ধুকে বাঁচাতে পারলাম না, তার খুব রক্ত ঝরছিল। মাজহার উদ্দিন বলেন, এর প্রায় আধা ঘণ্টা পর অ্যাম্বুলেন্স আসে। আমি মনে করি, এর মধ্যে আমার অপর বন্ধুটিও মারা গেছে।
টিআর/
আরও পড়ুন