হামলা নিয়ে বিরূপ মন্তব্যে তোপের মুখে অস্ট্রেলীয় সিনেটর
প্রকাশিত : ১৪:১৪, ১৬ মার্চ ২০১৯ | আপডেট: ১৪:১৪, ১৬ মার্চ ২০১৯
নিউজিল্যান্ডের ক্রাইস্টচার্চের দুটি মসজিদে সন্ত্রাসী হামলা নিয়ে মন্তব্য করতে গিয়ে তোপের মুখে পড়েছেন অস্ট্রেলিয়ার কুইন্সল্যান্ডের সিনেটর ফ্র্যাশার অ্যানিং। আজ (১৫ মার্চ) এক বার্তায় অস্ট্রেলীয় সিনেটর এই হত্যাকাণ্ডের বিরোধিতা করে এর যৌক্তিক কারণও তুলে ধরার চেষ্টা করেছেন।
তিনি বলেন, নিউজিল্যান্ড ও অস্ট্রেলিয়ায় “মুসলমানদের সংখ্যা প্রতিনিয়ত বাড়তে থাকায় ভয়ের সৃষ্টি হয়েছে।
স্থানীয় সংবাদমাধ্যম নিউজিল্যান্ড হেরাল্ড জানায়, দেশটির অভিবাসন নীতিকেই সিনেটর ফ্র্যাশার এই হত্যাকাণ্ডের মূল কারণ বলে দাবি করেন।
বার্তায় সিনেটর আরও বলেন, “প্রতিবারের মতো আজকের হামলার জন্যে বামপন্থি দলগুলো এবং গণমাধ্যম দোষ চাপাবে অস্ত্র আইনের ওপর।” তিনি এ বিষয়টিকে ‘পাগলের প্রলাপ’ হিসেবেও আখ্যা দেন। তিনি মনে করেন, উদার অভিবাসন নীতির কারণে কট্টরপন্থি মুসলমানরা প্রথমেই নিউজিল্যান্ডে চলে আসেন।
তবে সিনেটরের এই মন্তব্যে সামাজিক যোগাযোগ মাধ্যমে ক্ষোভ প্রকাশ করেছেন অনেকেই। টুইটারে এক বার্তায় এক ব্যক্তি লিখেছেন, “কিন্তু, আমরাতো কিছু সিনেটর এবং সন্ত্রাসের মধ্যে সম্পর্ক দেখছি।” অপর একজন লিখেছেন, “ফ্র্যাশার অ্যানিং মনের দিক থেকে খারাপ মানুষ। কুৎসিত…।” “আপনি এক কথায় ভয়ঙ্কর,” লিখেছেন আরও একজন।
সামাজিক যোগাযোগ-মাধ্যমে তুলোধুনো হওয়ার পর সিনেটর ফ্র্যাশার নেমেছেন নিজের কথার পক্ষে। এক পৃথক টুইটার বার্তায় তিনি স্মরণ করিয়ে দিয়েছেন, “ইসলামপন্থি সন্ত্রাসীদের হামলার” কথা।
টিআর/
আরও পড়ুন