ঢাকা, বুধবার   ২৭ নভেম্বর ২০২৪

পরমাণু ক্ষেত্রে ১১২টি সাফল্য তুলে ধরবে ইরান

প্রকাশিত : ০৯:০৫, ১৭ মার্চ ২০১৯

ইরানের আণবিক শক্তি সংস্থা বা এইওআই’র মুখপাত্র বেহরুজ কামালভান্দি।

ইরানের আণবিক শক্তি সংস্থা বা এইওআই’র মুখপাত্র বেহরুজ কামালভান্দি।

আগামী এপ্রিল মাসে জনগণের সামনে ইসলামি প্রজাতন্ত্র ইরান পরমাণু ক্ষেত্রে ১১২টি সাফল্যের তথ্য তুলে ধরবে। ইরানের আণবিক শক্তি সংস্থা বা এইওআই’র মুখপাত্র বেহরুজ কামালভান্দি গতকাল শনিবার তেহরানে সাংবাদিকদেরকে একথা বলেন। 

পরমাণু ক্ষেত্রে এসব অর্জনকে কামালভান্দি খুবই গুরুত্বপূর্ণ অর্জন বলে উল্লেখ করেন। তিনি জানান, এসব খাতের মধ্যে রয়েছে- পরমাণু গবেষণা, খনি থেকে আহরণ, জ্বালানি চক্র, বিদ্যুৎ স্থাপনা, বিজ্ঞান ও প্রযুক্তি এবং লেসার।

আগামী ৯ এপ্রিল ইরানে জাতীয় পরমাণু প্রযুক্তি দিবস উদযাপিত হবে। ওইদিন এসব সাফল্য উন্মোচন করা হবে।

কামালভান্দি বলেন, চলমান অবস্থার মধ্যে এসব সাফল্য তুলে ধরে ইরান শত্রুদের কাছে এই বার্তা দেবে যে, ইরানি জনগণ অর্থনৈতিক নিষেধাজ্ঞাকে প্রতিরোধ করেছে এবং হুমকিকে সুযোগ হিসেবে কাজে লাগিয়েছে।

তিনি বলেন, আমেরিকা সামরিকভাবে যুদ্ধ করতে ব্যর্থ হয়ে ইরানের বিরুদ্ধে অর্থনৈতিক যুদ্ধ শুরু করেছে তবে ইরানের জনগণ সে যুদ্ধও মোকাবেলা করতে সক্ষম হবেন।

তথ্যসূত্র: পার্সটুডে

এমএইচ/


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি