ঢাকা, সোমবার   ২১ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

আমেরিকার মসজিদে মার্কিন সিনেটর স্যান্ডার্স

প্রকাশিত : ১৩:১৬, ২৪ মার্চ ২০১৯

Ekushey Television Ltd.

মার্কিন সিনেটর বার্নি স্যান্ডার্স আমেরিকার ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যের একটি মসজিদে মুসলমানদের সমর্থনে বক্তব্য রেখেছেন। নিউজ্যিলান্ডের ক্রাইস্টচার্চের দুটি মসজিদে উগ্র শ্বেতাঙ্গ কর্তৃত্ববাদী সন্ত্রাসীর গুলিতে অন্তত ৫০ মুসল্লি নিহত হওয়ার পর স্যান্ডার্স মুসলমানদের সমর্থনে এ বক্তব্য রাখলেন।

গতকাল শনিবার ক্যালিফোর্নিয়ার মসজিদে স্যান্ডার্স বলেন, ‘এই কঠিন সময়ে আমাদের উচিত সব ধরনের ঘৃণা-বিদ্বেষ এবং কর্তৃত্ববাদের বিরুদ্ধে রুখে দাঁড়ানো। এই অবস্থা শুধু আমেরিকাতেই দেখছি না কিংবা বিশ্বের নির্দিষ্ট কোনো অংশে দেখছি না বরং এ প্রবণতা আমরা দেখছি বিশ্বের সবখানে।’

ক্যালিফোর্নিয়া মসজিদে মুসলিম সম্প্রদায়ের প্রতি সংহতি জানিয়ে বক্তব্য রাখার পর স্যান্ডার্স সেখানকার ইসলামিক সেন্টার পরিদর্শন করেন। অনুষ্ঠানে মুসলিম আলেমসহ বিভিন্ন ধর্মের নেতারা ও সাধারণ লোকজন উপস্থিত ছিলেন।

আগামী ২০১০ সালের মার্কিন প্রেসিডেন্ট নির্বোচনে বার্নি স্যান্ডার্স প্রতিদ্বন্দ্বিতা করবেন বলে ঘোষণা দিয়েছেন। ২০১৬ সালের নির্বাচনে তিনি ডেমোক্র্যাট দল থেকে প্রতিদ্বন্দ্বিতায় নামলেও প্রাথমিক ভোটে হিলারি ক্লিনটনের কাছে হেরে যান।

সূত্র : পার্সটুডে

এসএ/

 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি