ঢাকা, রবিবার   ০১ ডিসেম্বর ২০২৪

চীনে যাচ্ছেন নিউজিল্যান্ডের প্রধানমন্ত্রী

প্রকাশিত : ১০:৫২, ২৫ মার্চ ২০১৯

চীন সফরে যাচ্ছেন নিউজিল্যান্ডের প্রধানমন্ত্রী জাসিন্ডা আরডান। চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে সাক্ষাৎ করতে তার এ সফর। খবর রয়টার্সের। আজ সোমবার চীন ভ্রমণের কথা আনুষ্ঠানিকভাবে জানান। চলতি সপ্তাহের শেষের দিকে তার চীন সফরে কথা রয়েছে।

এ সময় তিনি দেশটির প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে সাক্ষাৎ করবেন বলেও জানান।
তবে আগামী রোববার তিনি চীন সফর করবেন বলে জানান। যদিও গত বছরের শেষের দিকে তিনি ঘোষণা করেছিলেন চীন সফরে পরিকল্পনা রয়েছে। তবে কখন সফরে যাবেন তা জানাননি।

নিউজিল্যান্ডের ক্রাইস্টচার্চে হামলার ঘটনার পর থেকে আলোচনায় এসেছেন দেশটির প্রধানমন্ত্রী জাসিন্ডা আরডান, এমন ঘটনায় মুসলিমদের পাশে থেকে মোকাবেলার পর থেকে তিনি বিশ্বজুড়ে প্রশংসিত হয়েছেন।


টিআর/


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি