ঢাকা, সোমবার   ২১ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

নিউজিল্যান্ডের মসজিদে হামলাকারী

জেলখানায় চিকিৎসা না পাওয়ার অভিযোগ

প্রকাশিত : ০৯:২১, ৩১ মার্চ ২০১৯ | আপডেট: ০৯:২১, ৩১ মার্চ ২০১৯

Ekushey Television Ltd.

নিউজিল্যান্ডের ক্রাইস্টচার্চে দুটি মসজিদে হামলা চালিয়ে ৫০ জনকে হত্যা করার দায়ে অভিযুক্ত অস্ট্রেলিয়ান নাগরিক ব্রেনটন ট্যারেন্ট এবার অভিযোগ করেছেন। তিনি জানিয়েছেন যে কারাগারে তাকে চিকিৎসা দেওয়া হচ্ছে না।

২৮ বছর বয়সী ব্রেনটনকে নিউজিল্যান্ডের পারেমোরেমোর অকল্যান্ড জেলখানা, যেটিকে দেশটির সবচেয়ে কঠোর জেলখানাগুলোর একটি ভাবা হয়, সেখানে সবার থেকে আলাদা রাখা হয়েছে।

নিউজিল্যান্ডের নিউজ পোর্টাল ‘স্টাফ’ এক সূত্রের বরাত দিয়ে জানিয়েছে, ব্রেনটন অভিযোগ করেছেন যে তাকে কোনও দর্শনার্থীর সঙ্গে দেখা করতে দেয়া হচ্ছে না, এমনকি ফোনও করতে দেয়া হচ্ছে না।

সূত্র : স্টাফ

এসএ/

 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি