ব্রেন্টনের মানসিক স্বাস্থ্য পরীক্ষার নির্দেশ
প্রকাশিত : ১০:৫৬, ৫ এপ্রিল ২০১৯ | আপডেট: ১০:৫৯, ৫ এপ্রিল ২০১৯
নিউজিল্যান্ডের ক্রাইস্টচার্চের দুই মসজিদে হামলাকারী ব্রেন্টন ট্যারেন্টের মানসিক স্বাস্থ্য পরীক্ষার নির্দেশ দেওয়া হয়েছে। এ কথা নিশ্চিত করেছেন নিউজিল্যান্ডের উচ্চ আদালতের বিচারক ক্যামেরন ম্যানডার।
তিনি বলেন, বিশেষজ্ঞরা তার স্বাস্থ্য যাচাই করে দেখবেন যে তাকে আদালতে বিচারের মুখোমুখি করা যাবে কিনা বা তার মানসিক অবস্থা স্থিতিশীল আছে কিনা।
ইতোমধ্যেই এই শ্বেতাঙ্গ ডান-পন্থি উগ্রবাদী হামলাকারীর বিরুদ্ধে ৫০ জনকে খুন এবং আরও ৩৯ জনকে হত্যা চেষ্টার অভিযোগ আনা হয়েছে।
উল্লেখ্য, গত ১৫ মার্চ ক্রাইস্টচার্চের মসজিদে হামলা চালিয়ে ৫০ জনকে হত্যা করে বেন্টন। এই কারণে আলাদা আলাদা করে প্রতিটি হামলার জন্য তাকে অভিযুক্ত করেছে নিউজ়িল্যান্ডের পুলিশ।
হামলার ঘটনার পরের দিনই প্রথম বার আদালতে তোলা হয়েছিল ব্রেন্টনকে। আপাতত কড়া নিরাপত্তায় তাকে অকল্যান্ডের একটি জেলে রাখা হয়েছে।
এদিকে ক্রাইস্টচার্চের মসজিদে হামলার পর নিউজিল্যান্ডের প্রধানমন্ত্রী জেসিন্ডা আর্ডেনের পদক্ষেপের প্রশংসা করেছে আন্তর্জাতিক মহল।
তথ্যসূত্র: বিবিসি
এমএইচ/
আরও পড়ুন