সুইজারল্যান্ডে জলবায়ু পরিবর্তনের প্রতিবাদে বিক্ষোভ
প্রকাশিত : ১৫:৫১, ৭ এপ্রিল ২০১৯
সুইজারল্যান্ডের কয়েকটি নগরীতে জলবায়ু পরিবর্তনের প্রতিবাদে হাজার হাজার মানুষ বিক্ষোভ করেছে।
সুইস সংবাদ সংস্থা কিস্টোন-এটিএস একথা জানিয়েছে।
সংবাদ সংস্থা আরো জানায়, প্রায় ৫০ হাজার বিক্ষোভকারী মিছিল করেছে। এর মধ্যে জুরিখে ১৫ হাজার এবং বার্নে ও লাউসানে নয় হাজার লোক এ বিক্ষোভে অংশ নেয়।
উচ্চ বিদ্যালয় শিক্ষার্থী জান ব্রুকহার্ড বলেন, ‘শেষ পর্যন্ত আমরা বিজ্ঞানের কথা শুনতে চাই কিনা তা জানতেই মিছিলে অংশ নিয়েছি।’
লাউসানের মিছিলের একটি প্ল্যাকার্ডে লিখা ছিল ‘দয়া করে জলবায়ুকে রক্ষা করুন। এই শেষবারের মতো আমরা শান্তিপূর্ণভাবে আপনাদের প্রতি আহ্বান জানাচ্ছি।’
গ্রিনপিস, সুইস ইয়ুথ ফর ক্লাইমেট ও গ্রিন গ্রুপসহ সুইজারল্যান্ডের কয়েকটি অ্যাকটিভিস্ট গ্রুপ এই বিক্ষোভের আয়োজন করে।
জেনেভায় বিক্ষোভের আয়োজক লরাঁ কনোড বলেন, ‘আমাদের দাবি মেনে নিয়ে পদক্ষেপ গ্রহণ ও কার্যকর ফলাফল না পাওয়া পর্যন্ত আমরা আন্দোলন বন্ধ করব না।’
সূত্র : এএফপি
এসএ/
আরও পড়ুন