ঢাকা, সোমবার   ২১ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

ট্রাম্পের হোমল্যান্ড সিকিউরিটি মন্ত্রীর পদত্যাগ

প্রকাশিত : ১৩:১৭, ৮ এপ্রিল ২০১৯

Ekushey Television Ltd.

যুক্তরাষ্ট্রে এবার ট্রাম্প প্রশাসনের হোমল্যান্ড সিকিউরিটি মন্ত্রী কার্সজেন নিয়েলসেন পদত্যাগ করেছেন। রোববার যুক্তরাষ্ট্রের মেক্সিকো সীমান্তে অভিবাসন প্রত্যাশীদের সংখ্যা বৃদ্ধিকে কেন্দ্র করে তিনি পদত্যাগ করেন।

নিয়েলসেন ২০১৭ সালে হোমল্যান্ড সিকিউরিটি মন্ত্রীর দায়িত্ব গ্রহণের পর প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কিছু বিতর্কিত সীমান্ত নীতি বাস্তবায়নে কাজ করেছেন।

এদিকে তার পদত্যাগের পর প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যুক্তরাষ্ট্রের কাস্টমস ও বর্ডার প্রটেকশন কমিশনার কেভিন ম্যাকলিনানকে ভারপ্রাপ্ত হোমল্যান্ড সিকিউরিটি মন্ত্রী হিসেবে দায়িত্ব প্রদান করেছেন।

পদত্যাগের পর নিয়েলসেন বলেন, হোমল্যান্ড সিকিউরিটি ডিপার্টমেন্টের দায়িত্ব সামলানো ‘আজীবন সম্মানের’।

তবে কী কারণে পদত্যাগ করলেন সে বিষয়ে কিছু বলেননি তিনি। এদিকে মার্কিন প্রশাসনের এক ঊর্ধ্বতন কর্মকর্তা জানিয়েছেন, প্রেসিডেন্ট ট্রাম্পই নিয়েলসেনকে পদত্যাগ করতে বলেছেন।

তথ্যসূত্র: বিবিসি

এমএইচ/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি