ঢাকা, মঙ্গলবার   ২৬ নভেম্বর ২০২৪

আদালত অবমাননার অভিযোগে রাহুলের বিরুদ্ধে সুপ্রিম কোর্টের নোটিশ

প্রকাশিত : ১৩:২৭, ১৫ এপ্রিল ২০১৯ | আপডেট: ১৩:২৮, ১৫ এপ্রিল ২০১৯

বিজেপির করা আদালত অবমাননা মামলায় রাহুল গান্ধীর বিরুদ্ধে নোটিস জারি করল ভারতের সুপ্রিম কোর্ট। আগামী ২২ এপ্রিলের মধ্যে ওই নোটিসের জবাব দিতে হবে রাহুলকে।

রাফাল চুক্তি নিয়ে ওঠা বিতর্কে নিজের করা মন্তব্যকে সুপ্রিম কোর্টের বলে চালিয়ে দেওয়ায় কংগ্রেস সভাপতির বিরুদ্ধে আদালত অবমাননার মামলা করেন বিজেপি নেত্রী মীনাক্ষী লেখি।

শুক্রবার ওই অভিযোগ নিয়ে শীর্ষ আদালতে যান বিজেপি নেত্রী। তিনি বলেন, আদালতের বিরুদ্ধে রাহুলের মন্তব্য ফৌজদারি অপরাধের সামিল।

গত সপ্তাহে রাফালের ‘চুরি যাওয়া’ নথিকে প্রামাণ্য বলে স্বীকৃতি দেয় আদালত। তার পরই বিজেপিকে এক হাত নেন রাহুল গান্ধী। তিনি বলেন, এত দিন দেশ বলছিল চৌকিদার চোর। সুপ্রিম কোর্টও এখন সেই কথাই বলছে।  প্রমাণ হয়ে গেল চৌকিদারই চোর।

সোমবার সেই মামলার শুনানি হয় প্রধান বিচারপতি রঞ্জন গগৈয়ের নেতৃত্ব তিন সদস্যের বেঞ্চে। আজ বেঞ্চের পক্ষ থেকে মন্তব্য করা হয়, একটা কথা স্পষ্ট করে দিতে চাই রাহুল গান্ধী মিডিয়া ও জনসভায় আদালতের নামে যে কথা বলেছেন তা ঠিক নয়। আদালত এই ধরনের কোনও মন্তব্য করেনি।

তথ্যসূত্র: জি নিউজ

এমএইচ/


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি