ইয়েমেনে ডোনাল্ড ট্রাম্পসহ ৬২ জনের বিচার শুরু
প্রকাশিত : ০৯:০৫, ১৯ এপ্রিল ২০১৯ | আপডেট: ১১:৩৩, ১৯ এপ্রিল ২০১৯
ইয়েমেনের সুপ্রিম পলিটিক্যাল কাউন্সিলের প্রধান সালিহ সামাদকে হত্যার অভিযোগে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পসহ ৬২ জনের বিচার শুরু হয়েছে।
এ মামলায় এ পর্যন্ত ১০ জনকে আটক করা সম্ভব হয়েছে। হত্যাকাণ্ডে ট্রাম্পসহ অন্তত ৪৭ জন বিদেশির নাম এসেছে।
মামলার এজাহারে বলা হয়েছে, ২০১৮ সালের ২৩ এপ্রিল হুদায়দায় সালিহ সামাদকে বহনকারী গাড়িতে বিদেশি আগ্রাসী বাহিনী হামলা চালায়। এতে সামাদ ও তার কয়েক জন সঙ্গী প্রাণ হারান। এ হত্যাকাণ্ডের সঙ্গে ট্রাম্পসহ ৬২ জড়িত রয়েছে।
ইয়েমেনে ২০১৫ সালের মার্চ থেকে যে আগ্রাসন চলছে তাতে সৌদি আরব নেতৃত্ব দিলেও মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও ইহুদিবাদী ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু জড়িত বলে ইয়েমেনের সরকার এর আগে ঘোষণা করেছে।
সূত্র : পার্সটুডে
এসএ/
আরও পড়ুন