ঢাকা, মঙ্গলবার   ২৬ নভেম্বর ২০২৪

ভোট দিয়ে তৃপ্ত মোদী

প্রকাশিত : ১২:৩৯, ২৩ এপ্রিল ২০১৯

ভারতে তৃতীয় দফায় সবথেকে বেশি কেন্দ্রের নির্বাচন হচ্ছে আজ। ১১৭টি কেন্দ্রে ভোট দেবেন ভোটাররা। বহু হেভিওয়েট প্রার্থীর ভাগ্যনির্ধারণ হবে এদিন। তবে এদিন সকাল থেকে লাইমলাইট কাড়লেন মোদী। মায়ের হাতে খাওয়া থেকে শুরু করে ভোটকেন্দ্র, এদিন সকাল থেকেই নজর ছিল প্রধানমন্ত্রীর দিকে।

আমেদাবাদে গিয়ে ভোট দেওয়ার পর বেরিয়ে সাংবাদিকদের মুখোমুখি হন নরেন্দ্র মোদী। বলেন, ‘আজ তৃতীয় দফার ভোট। আজ নিজের দায়িত্ব পালন করতে পেরে নিজেকে সৌভাগ্যবান মনে হচ্ছে।’

তিনি আরও বলেন, ‘কুম্ভমেলায় স্নান করে যে পবিত্রতার আনন্দ হয়, গণতন্ত্রের যজ্ঞে ভোট দিয়ে সেই পবিত্রতার অনুভূতি হচ্ছে।’

দেশবাসীর উদ্দেশে তিনি বলেন, ‘যাতে প্রত্যেকে উৎসাহের সঙ্গে বুথে গিয়ে ভোট দেন।’
২১ শতকে যারা জন্মেছে এবার লোকসভা নির্বাচনেই প্রথম তারা ভোট দিতে চলেছেন। সেইসব প্রথম ভোটারদের স্বাগত জানিয়েছেন মোদী। ১০০ শতাংশ ভোট দেওয়ার আর্জি জানিয়েছেন তাদের কাছে।

মোদী বলেন, ‘ভারতের মানুষ বিচক্ষণ। জল আর ক্ষীরের তফাৎ জানেন তারা।’

ভোট দেওয়ার আগে গুজরাটের রাজধানী শহর গান্ধিনগরে মা হীরাবেন মোদীর সঙ্গে দেখা করেন নরেন্দ্র মোদী। সেখানে গিয়ে নিজের বাড়িতে যান মোদী। বাড়িতে গিয়ে মায়ের সঙ্গে দেখা করেন প্রধানমন্ত্রী। মায়ের পা ছুঁয়ে প্রণাম করেন। ছেলেকেও আশীর্বাদ করেছেন মা হীরাবেন মোদী।

সূত্র : কলকাতা২৪

এসএ/

 

 

 


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি