৬ আত্মঘাতীর ছবি প্রকাশ করলো শ্রীলঙ্কা
প্রকাশিত : ১১:৫৯, ২৬ এপ্রিল ২০১৯ | আপডেট: ১৩:২৭, ২৬ এপ্রিল ২০১৯
শ্রীলঙ্কায় ধারাবাহিক বিস্ফোরণের ঘটনায় এখনও পর্যন্ত ৭৬ জনকে গ্রেফতার করেছে দেশটির পুলিশ। পাশাপাশি ৬ সন্দেহভাজন আত্মঘাতী জঙ্গির ছবি প্রকাশ করা হয়েছে। এদের মধ্যে ৩ জন নারী রয়েছেন।
গত ২১ এপ্রিল ইস্টার সানডের দিন সকালে কলম্বো বিভিন্ন শহরের গির্জা, হোটলসহ ৮টি জায়গায় বিস্ফোরণে এখনও পর্যন্ত ২৫৩ জনের মৃত্যু হয়েছে। বিস্ফোরণের পেছনে ৯ জনকে আপাতত চিহ্নিত করেছে শ্রীলঙ্কার সিআইডি। সন্দেহ করা হচ্ছে, এরা সবাই ন্যাশনাল তৌহিদ জামাতের সদস্য।
বৃহস্পতিবার শ্রীলঙ্কার সিআইডি সন্দেহভাজন ৬ জনের ছবি প্রকাশ করে। এদের নাম মহম্মদ ইবুহাইম সাদিক, মহম্মদ ইবুহাইম সাইদ, মহম্মদ কাশিম, পালাস্থিনি রাজেন্দ্রন ওরফে সারা, ফাতিমা লতিফ ও আবদুল কাদের ফাতিমা।
এদের মধ্যে সাদিক ও সাইদ দুই ভাই। একটি ফোন নম্বর দিয়ে ওইসব সন্দেহভাজনদের সম্পর্কে তথ্য দেওয়ার আবেদন করা হয়েছে।
এদিকে শ্রীলঙ্কার সেনা মুখপাত্র সুমিথ আতাপাত্তু সংবাদমাদ্যমকে জানিয়েছেন, নিরাপত্তার কথা মাথায় রেখে দেশে ৬ হাজার ৩০০ সেনা মোতায়েন করা হয়েছে। দেশজুড়ে চলছে তল্লাশি।
সূত্র : এনডিটিভি
এসএ/
আরও পড়ুন