ঢাকা, মঙ্গলবার   ২৬ নভেম্বর ২০২৪

মোদী ফের ক্ষমতায় আসলে দেশে স্বাধীনতা থাকবে না: মমতা

প্রকাশিত : ১৫:২১, ৩ মে ২০১৯

ভারতের লোকসভা নির্বাচনে নরেন্দ্র মোদী ফের ক্ষমতায় ফিরলে দেশে গণতন্ত্র থাকবে না, স্বাধীনতা থাকবে না বলে মন্তব্য করেছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী ও তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বৃহস্পতিবার পশ্চিমবঙ্গের রাজারহাটে এক নির্বাচনি সমাবেশে ভাষণ দেওয়ার সময় তিনি ওই মন্তব্য করেন।

মমতা এদিন ‘বিজেপি হটাও দেশ বাঁচাও, মোদি হটাও দেশ বাঁচাও’ স্লোগান দিয়ে বিজেপি-আরএসএস ও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির তীব্র সমালোচনা করেন।

তিনি বলেন, ‘সবথেকে বড় সিন্ডিকেটের নেতা মোদী। উনি আরএসএস সিন্ডিকেট, গো-রক্ষক সিন্ডিকেট, লিঞ্চিং সিন্ডিকেট, দাঙ্গার সিন্ডিকেট, নরহত্যার সিন্ডিকেট, কৃষক হত্যার সিন্ডিকেট, বেকার তৈরি করার সিন্ডিকেটের নেতা।

নরেন্দ্র মোদীর লজ্জা নেই, দিল্লি থেকে বাংলায় এসে গালাগালি দিয়ে বলছে বাংলায় কিছু হয়নি, আমায় ভোট দিন, আমি এসে করব। মোদী বাবু গালাগালি দেওয়ার আগে হোমওয়ার্কটা করে আসুন।’

মমতা বলেন, ‘আচমকা নোট বাতিল করে দিল! এরফলে কৃষকরা আত্মহত্যা করল, দোকান বন্ধ হয়ে গেল, ব্যবসা বন্ধ হয়ে গেল, যারা চাকরি করত তারা চাকরি হারালো। নোট বাতিল করে মোদির লাভ হল। নোট বাতিল করে আপনি আপনার দলকে ঢেলে সাজিয়ে নিলেন।

আগে খেতে পেত না যে দল, একটা বিড়ি দিলে তিনবার টানত! মোদি বলেছিল নোট বাতিল করে কালো টাকা ফেরত নিয়ে আসব, আর ১৫ লাখ টাকা করে তোমাদের অ্যাকাউন্টে দেবো। কিন্তু কিচ্ছু হয়নি।’

নোটবাতিল করে সন্ত্রাস বন্ধ করার কথা বললেও ২৬০ শতাংশ সন্ত্রাস বেড়েছে বলে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মন্তব্য করেন।

তথ্যসূত্র: পার্সটুডে

এমএইচ/


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি