ঢাকা, মঙ্গলবার   ২৬ নভেম্বর ২০২৪

বিজেপি শুধু দাঙ্গা লাগায়: মমতা

প্রকাশিত : ১৫:৪২, ৫ মে ২০১৯ | আপডেট: ১৬:২২, ৫ মে ২০১৯

ভারতের গোয়ালতোড়ের সভা থেকে ফের বিজেপি এবং নরেন্দ্র মোদীকে তীব্র আক্রমণ করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। রোববার দলীয় কর্মীদের হয়ে প্রচারে গিয়ে তিনি বলেন, সারা বছর নাক ডেকে ঘুমায় বিজেপি। শুধু ভোটের সময় ওদের দেখা যায়। বাকি সময় দাঙ্গা লাগিয়ে বেড়ায়।

মমতা বলেন, “একসময় গড়বেতা, চমকাইতলা অত্যাচারীদের জায়গা ছিল। মানুষ শান্তিতে থাকতে পারতেন না। আমরা মাওবাদী সমস্যা মিটিয়েছি।”

মমতা বলেন, “গতবছর পাঁচ রাজ্যে নির্বাচনের আগে পর্যন্ত মধ্যপ্রদেশ, ছত্তীসগঢ়ের মতো রাজ্যে ক্ষমতায় ছিল বিজেপি। কিন্তু মাওবাদী সমস্যা মেটাতে পারেনি। আমরা করে দেখিয়েছি।”

নোটবন্দি নিয়েও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে তীব্র আক্রমণ করেন মমতা। তিনি বলেন, “নোটবন্দি করে দেশের অর্থনীতি ভেঙে দিয়েছে মোদী সরকার। বহু ছেলেমেয়ে চাকরি হারিয়েছেন। ভিন রাজ্যে এতদিন যারা কাজ করতেন, সেই সব বাঙালি ফিরে আসতে বাধ্য হয়েছেন।”

দুর্যোগের সময় আমি দিল্লি বা কলকাতায় বসে থাকিনি, বরং খড়্গপুর থেকে পরিস্থিতির দিকে নজর রেখেছিলাম। আপনাদের ক্ষতি হতে দেইনি।

বিজেপি কাজ করে না, শুধু প্রচার করে। পাঁছ বছর শুধু বিদেশ ঘুরেছেন মোদী।মোদীর আমলে তিন কোটি মানুষ চাকরি হয়েছেন।

তথ্যসূত্র: আনন্দবাজার

এমএইচ/


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি