চলছে পঞ্চম দফা নির্বাচন: অঙ্কে পিছিয়ে মোদী
প্রকাশিত : ১১:৩৯, ৬ মে ২০১৯
ভারতে পঞ্চম দফা লোকসভা নির্বাচন চলছে। উত্তরপ্রদেশ, পশ্চিমবঙ্গ, বিহার, ঝাড়খণ্ড, মধ্যপ্রদেশ, রাজস্থান, জম্মু-কাশ্মীরের মোট ৫১টি আসনে এ নির্বাচন হচ্ছে। তার মধ্যে উত্তরপ্রদেশে রাজনাথ সিংহের আসন লখনউ যেমন আছে, তেমনই রাহুল গান্ধী-সনিয়া গান্ধীর কেন্দ্রও রয়েছে।
গতকাল উত্তরপ্রদেশের মাটিতে দাঁড়িয়েই প্রধানমন্ত্রী বিরোধী জোটে ফাটল ধরাতে চেয়েছিলেন। মায়াবতীকে প্রধানমন্ত্রী হওয়ার টোপ দিয়ে কংগ্রেস আসলে সমাজবাদী পার্টির সঙ্গে রফা করে নিয়েছে বলে মন্তব্য করেছিলেন।
প্রধানমন্ত্রী বলেছিলেন, ‘‘জোটের বাহানায় বহেনজির ফায়দা তুলেছে এসপি। চালাকি করেছে। এখন বহেনজিও বুঝেছেন, এসপি ও কংগ্রেস অনেক বড় খেলা খেলেছে।’’
উত্তরপ্রদেশে আর ৪১টি আসনে ভোট বাকি। তার মধ্যে ১৪টিতে কাল। মোদীর চাল বুঝতে পেরেই অখিলেশ যাদব বলেন, ‘‘উত্তরপ্রদেশের বিরোধীদের জোটই প্রধানমন্ত্রী দেবে। আর সেটি অর্ধেক জনসংখ্যার প্রতিনিধি হলেও আপত্তি নেই।’’
সুকৌশলে অখিলেশ বোঝাতে চাইলেন, কোনও মহিলা প্রধানমন্ত্রী অর্থাৎ মায়াবতীতেও আপত্তি নেই। আবার কথার এমন বুনোট সাজিয়ে তিনি এ কথা বলেছেন, তার অন্য অর্থও হয়।
কিন্তু অখিলেশের এই মন্তব্যের পরেই প্রধানমন্ত্রীর বিরুদ্ধে তেড়েফুঁড়ে ওঠেন মায়াবতী। তিনি বলেন, ‘‘ফাটল ধরিয়ে রাজ করতে চান প্রধানমন্ত্রী। যখন থেকে উত্তরপ্রদেশে এসপি-বিএসপি ও আরএলডির জোট হয়েছে, মোদী সঙ্কটে। তার পেটে এমন ব্যথা হচ্ছে যে কোনও ওষুধ পাচ্ছেন না। ৪ দফার ভোটে পিছিয়ে থাকার পর এই পন্থায় নিজেদের সম্মান বাঁচাতে চাইছেন তিনি।’’
কিন্তু এর পর মায়াবতী আরও সোজাসাপটা ভাষায় বললেন, পরের সরকারের প্রধানমন্ত্রী কে হবেন, তা নিয়ে মোদীর চিন্তা করার দরকার নেই। আর এর সঙ্গেই দ্ব্যর্থহীন ভাবে জানিয়ে দিলেন, উত্তরপ্রদেশে জোট না হলেও অমেঠী ও রায়বরেলীতে বিএসপি-র সব ভোট যাবে কংগ্রেসে। কারণ, বিজেপি-আরএসএসকে ঠেকাতে এই আসন দু’টি বিরোধী জোট কংগ্রেসকেই ছেড়ে দিয়েছে।
দিল্লিতে কংগ্রেসের নেতারা বলছেন, এ নিয়ে কোনও সংশয় নেই— অখিলেশের সঙ্গে রাহুল-প্রিয়ঙ্কা গান্ধীর যে সম্পর্ক, সেটি মায়াবতীর সঙ্গে নয়। সে কারণেই অমেঠীতে এসপি-র মঞ্চে গিয়েছেন প্রিয়ঙ্কা।
কিন্তু অখিলেশ বয়সে নবীন হলেও মায়াকে সামলানোর মন্ত্র জানেন। মূলত তার প্রয়াসেই আজ মায়াবতী অমেঠী ও রায়বরেলীতে বিএসপি-র ভোট কংগ্রেসকে দেওয়ার আবেদন করলেন। আজ প্রিয়ঙ্কাও একটি অডিয়ো বার্তা জারি করে রাহুলের জন্য ভোট দেওয়ার আবেদন করেছেন।
দিল্লিতে বিজেপির এক শীর্ষ নেতা বলেন, ‘‘উত্তরপ্রদেশে বিরোধী মহাজোটের কারণে আমাদের আসনের খেসারত দিতে হচ্ছে। প্রাথমিক ভাবে গত বারের থেকে ৩০টির বেশি আসন খোয়ানোর অঙ্ক ধরে নিয়েই এগোচ্ছি।’’
তথ্যসূত্র: আনন্দবাজার
এমএইচ/
আরও পড়ুন