ঢাকা, সোমবার   ২১ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

গুয়েতেমালায় গোলাগুলিতে ৭ বন্দি নিহত

প্রকাশিত : ১৪:১১, ৮ মে ২০১৯

Ekushey Television Ltd.

গুয়েতেমালা রাজধানীর কাছে প্যাভন নামে একটি কারাগারে গোলাগুলিতে সাতজন নিহত ও কমপক্ষে ২০ জন আহত হয়েছেন। আহতদের স্থানীয় হাসপাতালে পাঠানো হয়েছে।

মঙ্গলবারের ওই সহিংসতা বন্ধে কারাগারটিতে বিপুল সংখ্যক সেনা এবং পুলিশ কর্মকর্তাকে ঘটনাস্থলে মোতায়েন করা হয়েছে।

কর্মকর্তারা জানিয়েছেন, কারাগারের দুই বন্দির মধ্যে প্রথমে মারামারি শুরু হয়। ওই ঘটনাকে কেন্দ্র করেই পরে সহিংসতা ছড়িয়ে পড়ে। ওই দুই বন্দির একজন নেশাগ্রস্ত ছিল বলে অনেকে জানান।

কারাগারটিতে কমপক্ষে চার হাজার বন্দী রয়েছে। অথচ ১৯৭০ সালে নির্মিত এই কারাগারটির ধারণ ক্ষমতা মাত্র এক হাজার।

সংবাদ সংস্থা এপির এক প্রতিবেদনে বলা হয়েছে, মঙ্গলবার প্রায় আট ঘণ্টা কারাগারটির নিয়ন্ত্রণ ছিল বন্দীদের হাতে।

গুয়েতেমালা কারাগার রক্ষণাবেক্ষণের মুখপাত্র কার্লোস মোরালস রয়টার্সকে বলেন, ইতিমধ্যেই কারাগারটিতে প্রবেশ করে এর নিয়ন্ত্রণ নিয়েছে নিরাপত্তা বাহিনী। এর আগে ২০১৬ সালে ওই একই কারাগারে দাঙ্গা পরিস্থিতি তৈরি হলে ১৪ জনের মৃত্যু হয়।

তথ্যসূত্র: রয়টার্স

আই//


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি