রাজীব গান্ধীকে কেন বারবার আক্রমণ করছেন মোদী?
প্রকাশিত : ১২:৩৩, ১০ মে ২০১৯
ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দেশটির লোকসভা নির্বাচনের শেষ দিকে এসে রাহুল গান্ধীর বাবা প্রয়াত প্রধানমন্ত্রী রাজীব গান্ধীর বিরুদ্ধে আক্রমণ করছেন। অনেক মীমাংসিত বিষয় নিয়ে তাকে কটাক্ষ করে যাচ্ছেন মোদী।
সম্প্রতি রাজীব গান্ধীর বিরুদ্ধে মোদীর অভিযোগ, দেশের জাতীয় নিরাপত্তা বিঘ্নিত করে ১৯৮৭ সালে নৌবাহিনীর যুদ্ধজাহাজ নিয়ে স্বপরিবারে ছুটি কাটাতে গিয়েছিলেন রাজীব গান্ধী।
ওই সময় রাজীব গান্ধী তার বিদেশি আত্মীয়, বলিউড তারকা অমিতাভ বচ্চনের পরিবারসহ লাক্ষা দ্বীপে সময় কাটিয়েছেন। ওই সময় রাজীব গান্ধী রণতরী আইএনএস ভিরাট ব্যবহার করেছিলেন।
তবে ওই সময় লাক্ষা দ্বীপের প্রশাসক ছিলেন ওয়াজাহাত হাবিবুল্লা। তিনি অবশ্য জানান, তৎকালীন প্রধানমন্ত্রী রাজীব গান্ধী সেখানে ছুটি কাটাতে নয়, সরকারি কাজে গিয়েছিলেন সব প্রোটোকল মেনে। পরে তিনি সেখানে তার কয়েকজন পারিবারিক বন্ধুকে ডেকে নেন।
আর যুদ্ধজাহাজটি সেখানে রাখা হয়েছিল প্রধানমন্ত্রীর নিরাপত্তার জন্য। তাতে রাজীবের আত্মীয় বা বন্ধুদের কেউই চড়েননি।
সম্প্রতি ১৯৮৪ সালে শিখবিরোধী দাঙ্গায় শিখদের হত্যা করতে রাজীব গান্ধী নির্দেশ দিয়েছেন বলে বিজেপি এক টুইটবার্তায় অভিযোগ করে। শিখ দেহরক্ষীর হাতে ইন্দিরা গান্ধী নিহত হওয়ার প্রেক্ষাপটে দিল্লিতে ওই দাঙ্গায় প্রায় তিন হাজার মানুষ নিহত হন।
ওই ঘটনা তদন্ত করে নানাবতি কমিশন। কমিশনটি তাদের প্রতিবেদনে হত্যাকাণ্ডের জন্য রাজীব গান্ধীর বিরুদ্ধে সরাসরি কোনো অভিযোগ আনেনি।
এদিকে তামিল গেরিলা আত্মঘাতী বোমারুদের ঘটানো বিস্ফোরণে নিহত রাজীব গান্ধীর মৃত্যুর প্রায় ২৮ বছর পর কেন নরেন্দ্র মোদী হঠাৎ তার দিকে বারবার আঙ্গুল তুলছেন, এটা অনেকের কাছেই প্রশ্ন।
এর আগে রাজীব গান্ধীকে ১ নম্বর দুর্নীতিবাজ বলে উল্লেখ করেন মোদী। এই মন্তব্যের জন্য মোদীর বিরুদ্ধে ব্যাপক সমালোচনা করা হয়।
রাজীব গান্ধীর বিরুদ্ধে নরেন্দ্র মোদীর এই লাগাতার আক্রমণের প্রতিবাদে কংগ্রেস মুখপাত্র পভন খেরা বলেন, নরেন্দ্র মোদী আসলে নিজের ব্যর্থতাগুলোকে ঢাকতেই নিহত প্রধানমন্ত্রীকে বারবার টেনে আনছেন।
ভারতের প্রাক্তন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী এবং রাজীব গান্ধী - দুজনেই যেহেতু নিহত হয়েছিলেন। তাই অনেক মানুষের মনে শহীদ পরিবার হিসাবে তাদের প্রতি একটা সহানুভূতি আছে। সেটাই বোধহয় ভাঙ্গতে চাইছেন মোদী। এমনটাই ধারণা করছেন বিশ্লেষকরা।
কোনো কোনো বিশ্লেষক বলছেন, রাহুল গান্ধী আর প্রিয়াঙ্কা গান্ধীকে যেহেতু দুর্নীতির অভিযোগে সরাসরি জড়ানো যাচ্ছে না। অপরদিকে মোদীর বিরুদ্ধেই দুর্নীতির নানা অভিযোগ উঠছে। তাই পাল্টা আক্রমণের পথ হিসাবে মোদী রাজীব গান্ধীর নাম বারবার টেনে আনছেন।
এদিকে গত ১৪ ফেব্রুয়ারি জম্মু-কাশ্মীরের পুলওয়ামায় জঙ্গি হামলায় ৪০ সেনা নিহত হয়। এর পাল্টা জবাবে পাকিস্তানের বালাকোটে বিমান হামলার পর থেকেই জাতীয়তাবাদ ও জাতীয় নিরাপত্তাকে ইস্যু করে নির্বাচনী প্রচারণা শুরু করে বিজেপি। এর মাধ্যমে নির্বাচনে জয়লাভের পথ খুঁজছে বিজেপি।
যদিও কংগ্রেস সভাপতি রাহুল গান্ধীর লাগাতার এই আক্রমণের জবাবে মোদীকে ‘ভালোবাসা ও আলিঙ্গন’ দিয়েছেন। কিন্তু প্রিয়াঙ্কা গান্ধী বলেছেন, তার দলের জাতীয়তাবাদের প্রমাণ থাকা স্বত্ত্বেও প্রধানমন্ত্রী একজন ‘শহীদকে’ নিয়ে কটূক্তি করেছেন।
এমএইচ/
আরও পড়ুন