ইন্দোনেশিয়ার প্রেসিডেন্ট নির্বাচনে জোকো উয়িদোদো জয়ী
প্রকাশিত : ১১:০৩, ২১ মে ২০১৯ | আপডেট: ১১:৪৫, ২১ মে ২০১৯
ইন্দোনেশিয়ার প্রেসিডেন্ট হিসেবে পুনর্নির্বাচিত হয়েছেন জোকো উয়িদোদো। সহিংসতার আশঙ্কায় নির্ধারিত তারিখের একদিন আগে মঙ্গলবার (২১মে) দিনের শুরুতে ফলাফল প্রকাশ করা হয়।
সহিংসতা যেন না ঘটে সে জন্য রাজধানী জাকার্তায় প্রায় ৩২ হাজার নিরাপত্তা সদস্য মোতায়েন করা হয়েছিল।
উয়িদোদো ৫৫ দশমিক পাঁচ শতাংশ ভোট পেয়ে জয়ী হয়েছেন বলে দেশটির নির্বাচন কমিশনের পক্ষ থেকে জানানো হয়েছে। প্রতিদ্বন্দ্বী প্রার্থী প্রাবোও পেয়েছেন ৪৪ দশমিক পাঁচ শতাংশ ভোট।
ফলাফল নিয়ে সন্দেহ থাকলেও চ্যালেঞ্জ করতে আদালতে যাবেন কি না, তা এখনও নিশ্চিত করেননি প্রাবোও। চূড়ান্ত গণনার আগে ‘ব্যাপক প্রতারণার’ অভিযোগ করে রাস্তায় রাস্তায় প্রতিবাদ বিক্ষোভ শুরু হতে পারে বলে সতর্ক করেছিলেন তিনি।
নির্বাচন নিয়ে সঙ্কা থাকলেও শান্তিপূর্ণভাবেই ভোট হয়। স্বাধীন পর্যবেক্ষকরা ১৭ এপ্রিলের ওই নির্বাচন অবাধ ও সুষ্ঠ ছিল বলে মত দিয়েছেন।
ফলাফল ঘোষণার পর রেজাল্ট শিটে স্বাক্ষর করতে অস্বীকার করেছেন প্রাবোওর প্রচারণা টিমের প্রতিনিধি আজিস সুবেক্তি।
উল্লেখ্য, ৫৭ বছর বয়সী জোকো উয়িদোদো ২০১২ সালে জাকার্তার গভর্নর নির্বাচিত হয়েছিলেন। পরে ২০১৪ সালের নির্বাচনে জয়ী হয়ে প্রথমবারের মতো ইন্দোনেশিয়ার প্রেসিডেন্ট হন। ওই নির্বাচনেও তীব্র প্রতিদ্বন্দ্বিতার মধ্য দিয়ে তিনি প্রাবোওকে পরাজিত করেছিলেন।
এমএইচ/
আরও পড়ুন