ঢাকা, মঙ্গলবার   ২৬ নভেম্বর ২০২৪

এগিয়ে মমতা

প্রকাশিত : ১০:৩৫, ২৩ মে ২০১৯

ভারতের লোকসভা নির্বাচনের ভোট গণনায় বিজেপি বিপুল ব্যবধানে এগিয়ে থাকলেও পশ্চিমবঙ্গে এগিয়ে আছেন তৃণমূল কংগ্রেসের মমতা বন্দ্যোপাধ্যায়।

ভারতের ১৭তম লোকসভা নির্বাচনের ফল ঘোষণা করা হবে আজ বৃহস্পতিবার। এদিন, সকাল ৮টায় প্রার্থীদের প্রতিনিধিদের উপস্থিতিতে শুরু হয় ভোট গণনা।

আনন্দবাজরের খবরে বলা হয়েছে, পশ্চিমবঙ্গে মোট ৪২ আসনের মধ্যে ৩৬টির ফল পাওয়া গেছে। এতে তৃণমূল পেয়েছে ২০টি, বিজেপি ১৫টি এবং কংগ্রেস পেয়েছে ১টি আসন।

ফলাফলে দেখা যাচ্ছে, সবচেয়ে বেশি আসন পেয়ে এগিয়ে রয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়ের তৃণমূল কংগ্রেস।

৯০ কোটি ভোটারের দেশ ভারতে বিশ্বের বৃহত্তম নির্বাচনে ভোট গ্রহণ শেষ হয়েছে গত ১৯ মে। গত ১১ এপ্রিল থেকে ১৯ মে পর্যন্ত মোট সাতটি ধাপে ভোট গ্রহণ হয়েছে। ১ হাজার ৮৪১টি রাজনৈতিক দলের ৮ হাজারেরও বেশি প্রার্থী এ নির্বাচনে অংশ নেন। নারী প্রার্থীর সংখ্যা ৭২০ এবং তৃতীয় লিঙ্গের প্রার্থী ৪ জন।

দেশটির নির্বাচন পদ্ধতি অনুযায়ী, ৫৪৩ আসনের লোকসভায় সংখ্যাগরিষ্ঠতার জন্য কমপক্ষে ২৭২টি আসন প্রয়োজন।

প্রসঙ্গত, ১৯৫১-৫২ সালে ভারতের প্রথম লোকসভা নির্বাচন সম্পন্ন হতে সময় লাগে তিন মাস


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি