ঢাকা, মঙ্গলবার   ২৬ নভেম্বর ২০২৪

নয়া উত্থানের পথে মোদী

প্রকাশিত : ১৪:৪২, ২৩ মে ২০১৯ | আপডেট: ১৫:০১, ২৩ মে ২০১৯

ভারতে লোকসভা নির্বাচনে ভোট গণনা চলছে। এবারের নির্বাচনে নতুন ইতিহাস সৃষ্টি করতে যাচ্ছে মোদীর ক্ষমতাসীন ভারতীয় জনতা পার্টি (বিজেপি)। সবশেষ খবর ইভিএম ও ব্যালটে ব্যাপক ব্যবধানে এগিয়ে থেকে নিরঙ্কুশ জয়ের পথে মোদী। খবর বিবিসির।

৯০ কোটি ভোটারের সবচেয়ে গণতান্ত্রিক এ দেশে ৫৪৩ আসনের মধ্যে ২৭২ আসনে জয়ী হলে সরকার গঠন করতে পারে যেকোন দল। সেখানে অতীতের সকল ইতিহাস ভেঙে ৩৩৬ আসনে এগিয়ে থেকে নতুন ইতিহাস তৈরি করতে যাচ্ছে মোদীর বিজিপি।

উল্টোদিকে, রাহুল গান্ধীর পার্টি কংগ্রেসের ভোট বাড়লেও, সরকার গঠনের মত অবস্থায় নেই তার দলের। এমনকি শরিক দলগুলোও যদি রাহুলের সঙ্গে হাত মেলায়, তারপরও মোদীকে সরকার গঠনে কোন বাধার মুখে পড়তে হচ্ছেনা।

তবে দিল্লীর ক্ষমতার চাবি নিজের করায়ত্বে রাখতে পারলেও, পশ্চিমবঙ্গের হাল তাকে ছেড়ে দিতে হচ্ছে তৃণমূল কংগ্রেস মমতার হাতেই।

তবে, সেখানেও হাড্ডাহাড্ডি লড়াই চলছে। হয়তো শেষ পর্যন্ত মমতা জয়ী হবেন। তারপরও, মমতাকে অনেকটা লড়াই করেই থাকতে হবে।

২০১৪ সালের লোকসভার নির্বাচনে ৩০ বছরের অতীত ইতিহাস ভেঙে আকস্মিকভাবে ক্ষমতায় আসে মোদী। সেবার মোট আসনের ২৮২ আসন পেয়ে সরকার গঠন করে বিজেপি।

কংগ্রেসের ভরাডুবি ঘটেছিল ওই নির্বাচনে। মাত্র ৪৪টি আসন পায় তারা। মোদীর মুসলিম বিদ্ধেষী আইনসহ বিভিন্ন সময় তাকে গত ৫ বছর সমালোচনার মুখে পড়তে হয়। ফলে দেশে-বিদেশে মোদীর পুনরায় ক্ষমতায় আসা ভাবতেই পারেনি অনেকেই। 

এদিকে ভারতের লোকসভার নির্বাচনের দিকে তাকিয়ে রয়েছে বিশ্বের ক্ষমতাধর রাষ্ট্রগুলো। কে কিভাবে মোদীর নয়া উত্থানকে গ্রহণ করে সেটাই এখন দেখার বিষয়।

১১ এপ্রিল শুরু হয়ে ভারতের সাতদফার নির্বাচন গত রোববার শেষ হয়। আজ স্থানীয় সময় সকাল ৮টা থেকে ভোট গণনা শুরু হয়। ব্যালটের চেয়ে ইভিএমের ভোট গণনা দ্রুত হতে থাকে। ভোট গণনায় শুরু থেকেই এগিয়ে মোদী। যদিও, গতকাল থেকে মমতাসহ কয়েকটি দল ইভিএমে কারচুপির অভিযোগ তোলে।

তবে সে অভিযোগ অস্বীকার করে মোদী বলেন, নিজেদের পরাজয় ঢাকতেই এমন অভিযোগ।

৫৪৩ আসনে নির্বাচন হওয়ার কথা থাকলে ভোট জালিয়াতি ও দাঙ্গার ফলে একটি আসনে ভোট স্থগিত করা হয়।

ভারতের নিম্নকক্ষের এ নির্বাচনে ৬৭০ দলের ৮ হাজার প্রার্থীর ভাগ্য নির্ধারণ হচ্ছে আজ।

সূত্রঃ বিবিসি

আই//


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি